দেবরীনা মণ্ডল সাহা :- কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের নির্ধারিত ছাড়ের সময়সীমা ফুরিয়ে যাওয়ায় আজ, সোমবার মধ্যরাত থেকে সারা দেশে যাত্রী এবং পণ্যবাহী গাড়িতে ‘ফাস্ট্যাগ’ লাগানো বাধ্যতামূলক হচ্ছে | কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, ‘ফাস্ট্যাগ’ না-থাকলে ‘হাইব্রিড’ লেনে নগদে টোল মেটানোর যে সুযোগ ছিল তা-ও বন্ধ হচ্ছে | যে সব গাড়িতে ‘ফাস্ট্যাগ’ নেই তাদের টোল প্লাজ়ায় ‘জরিমানা’ হিসেবে দ্বিগুণ টাকা দিতে হবে |
নতুবা টোল প্লাজ়া থেকে ‘ফাস্ট্যাগ’ স্টিকার কিনে গাড়িতে লাগাতে হবে |এর আগে কেন্দ্র ১ জানুয়ারি থেকে ওই বিধি কার্যকর হওয়ার কথা জানালেও বিভিন্ন পরিবহণ সংগঠনগুলির আপত্তিতে সেই সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল |এতদিন গাড়িতে ‘ফাস্ট্যাগ’ চালু থাকলেও টোলপ্লাজায় বেশ কয়েকটি জেনারেল লেনও চালু ছিল| যেখান থেকে ক্যাশ দিয়ে টোল পার করে নেওয়া যেত | তবে সোমবার রাত ১২টার পর থেকেই তা বন্ধ হয়ে যেতে চলেছে | ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, ‘ফাস্ট্যাগ চালু হলে ট্রাক চালকরা সমস্যায় পড়বেন | প্রচুর ট্রাকচালক স্মার্টফোনের ব্যবহার জানেন না | তাঁরা কী করে ব্যবহার করবেন? তাছাড়া যান্ত্রিক সমস্যায় ঠিকঠাক কাজ করছে না ‘ফাস্ট্যাগ’ |” বাস-মিনিবাস সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “৯০ শতাংশ বাসেই ‘ফাস্ট্যাগ’ লাগানো হয়নি | কারণ, পরিবহণ দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে যে কথা বলা হয়েছিল, তা রাখা হয়নি |”জানা গিয়েছে, এ রাজ্যের বেশির ভাগ গাড়িতেই ‘ফাস্ট্যাগ’ স্টিকার নেই। ফলে, সোমবার থেকে রাজ্যে জাতীয় সড়কের টোল প্লাজায় গাড়ির ভিড় উপচে পড়বে বলে আশঙ্কা |