Breaking News

ভোটের আগে নতুন ডিজি পেল রাজ্য পুলিশ!রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়

প্রসেনজিৎ ধর, কলকাতা :- লোকসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল রাজ্য পুলিশে। পুলিশের ‘ডিরেক্টর জেনারেল’ হিসেবে দায়িত্ব পেলেন আইপিএস বিবেক সহায়। এই ডিজি পদে ছিলেন আইপিএস রাজীব কুমার। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজীব কুমারকে সরানোর নির্দেশ দেওয়া হয়। কমিশনের তরফে বলা হয়েছিল, রাজ্যকে বিকেল ৫টার মধ্যে তিনটি নাম পাঠাতে হবে। বিকেল ৫ টার আগেই ঘোষণা হল নতুন ডিজি-র নাম।২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে আহত হয়েছিলেন। সে সময় তাঁর প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বিবেক। গত নভেম্বরে তাঁকে ডিজি (হোমগার্ড) পদে নিয়োগ করা হয়েছিল। প্রসঙ্গত, রাজ্য পুলিশের পরবর্তী ডিজি হিসাবে সরকারের তরফে বিবেকের পাশাপাশি আরও দুই সিনিয়র আইপিএস অফিসার, সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমারের নাম পাঠানো হয়েছিল কমিশনে। সঞ্জয় এখন রাজ্য দমকল বিভাগের ডিজি। রাজেশ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রধান।প্রসঙ্গত, শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পাশাপাশি দেশ জুড়ে আদর্শ নির্বাচনী আচরণবিধি জারি করার কথা জানিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার, আইএএস আধিকারিক রাজীব কুমার। তার ৪৮ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ করা হল আইপিএস আধিকারিক রাজীব কুমারের বিরুদ্ধে। পাশাপাশি, গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণের নির্দেশ দিয়েছে কমিশন। সরানো হয়েছে মিজোরাম, হিমাচল প্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সচিবকেও।১৯৮৮ ব্যাচের আইপিএস আধিকারিক বিবেক সহায়কে ২০২৩ সালের ১ নভেম্বর ডিজি সিজি হোমগার্ড পদে বদলি করা হয়। তার আগে ডিজি প্রভিশনিং পদে ছিলেন তিনি। এদিন রাজীব কুমারের অপসারণের পরে যে পুলিশ আধিকারিকদের নাম উঠে আসছিল তার মধ্যে ছিলেন না বিবেক সহায়। সূত্রের খবর, রাজ্য সরকার বিবেক সহায়ের নাম জাতীয় নির্বাচন কমিশনকে সুপারিশ করে রাজ্য সরকার। রাজ্যের সুপারিশ গ্রহণ করে কমিশন। তবে রাজ্যের তৎপরতায় অনেকে মনে করছেন, রাজীব কুমারকে যে নির্বাচন ঘোষণা হলে যে কোনও দিন সরিয়ে দেওয়া হতে পারে তা বিলক্ষণ জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগে থেকেই বিকল্প বেছে রেখেছিলেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *