দেবরীনা মণ্ডল সাহা :- আইপিএল শুরুর আগেই বদলে গেল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল চেন্নাই। মহেন্দ্র সিংহ ধোনি এ বার আর অধিনায়ক থাকছেন না। চেন্নাইয়ের নতুন অধিনায়ক হলেন রুতুরাজ গায়কোয়াড়। সবাই ভেবেছিল, গতবছর আইপিএল জেতার পর অবসর ঘোষণা করবেন মাহি। কিন্তু চমক দেওয়া যে তাঁর স্বভাব। আইপিএলের ২৪ ঘণ্টা আগে এল সেই চমক। বৃহস্পতিবার ক্যাপ্টেনস মিট ছিল। সেখানে দেখা গেল না ধোনিকে। ট্রফি নিয়ে হাসিমুখে আইপিএলের বাকি অধিনায়কদের সঙ্গে ছবি তুললেন ঋতুরাজ গায়কোয়াড়। সিএসকে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হল, ঋতুরাজ চেন্নাইয়ের নতুন অধিনায়ক। নিজের উত্তরসূরি নিজেই বাছলেন ধোনি। চেন্নাইয়ের নতুন অধিনায়ক কে হবে সেই নিয়ে জলঘোলা হচ্ছিল। আগেরবার রবীন্দ্র জাদেজার নেতৃত্বে আইপিএল শুরু করেছিল চেন্নাই। কিন্তু মাঝপথ থেকে আবার দায়িত্বে ফেরেন ধোনি। এবার অবশ্য তেমন সম্ভাবনা কম। অবসর নেওয়ার আগে ঋতুরাজকে তৈরি করাই তাঁর কাজ। বোঝাই যাচ্ছে এটাই শেষ আইপিএল ধোনির। পরের বছর হয়তো ডাগআউটেই দেখা যাবে।
Hindustan TV Bangla Bengali News Portal