দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার মহুয়া মৈত্রকে তলব করল ইডি । বৃহস্পতিবার দিল্লিতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি,খবর সূত্রের।আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন, পুরোদমে প্রচার শুরু করেছেন প্রার্থীরা, তারই মধ্যে ইডি দফতরে হাজিরা দিতে বলা হল মহুয়াকে। শুধু মহুয়া নয়, ডাক পড়েছে ব্যবসায়ী দর্শন হীরানন্দানিরও।মহুয়া মৈত্রের কেন্দ্র অর্থাৎ কৃষ্ণনগর থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ মার্চ ওই কেন্দ্রে কর্মসূচিও নির্ধারিত হয়েছে ইতিমধ্যে। এরই মাঝে ডাক পড়ল তৃণমূল নেত্রীর। আগামী ২৮ মার্চ অর্থাৎ বৃহস্পতিবারই হাজিরা দিতে বলা হয়েছে মহুয়াকে। উল্লেখ্য, এই কেন্দ্রে মহুয়ার বিপক্ষে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন, কৃষ্ণনগরের ‘রানি মা’ তথা অমৃতা রায়। এর আগে গত ১১ মার্চ মহুয়াকে হাজিরার নোটিস দেওয়া হয়েছিল। সেই সময় হাজিরা দেওয়ার জন্য কয়েক সপ্তাহ সময় চেয়েছিলেন মহুয়া। এবার ২৮ মার্চ তলব করা হল। উল্লেখ্য, দর্শন হিরানন্দানি বিদেশ থেকেই হলফনামা দিয়ে জানিয়েছিলেন যে মহুয়া তাঁর কাছ থেকে টাকা ও দামী উপহার গ্রহণ করেছিলেন। এবার তাঁদের দুজনকে একসঙ্গে তলব করা হল।
ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে শনিবার তল্লাশি সিবিআইয়ের। মহুয়ার একাধিক ঠিকানায় আগেই তল্লাশি সিবিআইয়ের। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, খবর সূত্রের। ২৮ মার্চ দিল্লিতে তলব করা হয়েছে মহুয়া মৈত্রকে। বৃহস্পতিবারই কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মহুয়া মৈত্রকে ‘অনৈতিক আচরণের’ জন্য লোকসভা থেকে বহিষ্কার করা হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মহুয়া। প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল। এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ও মহুয়ার কেন্দ্র থেকেই প্রচার শুরু করেছেন। শনিবার আলিপুরে মহুয়ার বাবা ব্যবসায়ী ডিএল মৈত্রের বাড়িতে যায় সিবিআই। লোকপাল সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। ৬ মাসের মধ্যে তদন্ত করে সিবিআইকে রিপোর্ট দিতে বলা হয়। শুক্রবারই সিবিআই দিল্লিতে মামলা রুজু করে মহুয়া মৈত্র-সহ অন্যান্যদের বিরুদ্ধে।