Breaking News

কলকাতা বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা! মুখোমুখি সংঘর্ষ এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো বিমানের, প্রাণে বাঁচলেন প্রায় ৩০০ যাত্রী

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা বিমানবন্দরে ভয়ংকর বিপদ হওয়া থেকে রক্ষা পেল দুটি বিমান। রানওয়েতে দুটি বিমান এত কাছাকাছি চলে আসে যে সংঘর্ষ হতে হতে বেঁচে যায়। যদিও দুর্ঘটনার আকস্মিকতায় ইন্ডিগোর বিমান ধাক্কা দেয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে। যার ফলে এয়ার ইন্ডিয়ার বিমানের একটি উইং ক্ষতিগ্রস্থ হয়ে রানওয়েতে ছিটকে পড়ে এবং ইন্ডিগোর উইং-ও বেঁকে যায়। তবে আর কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। সেই ঘটনায় ইতিমধ্যে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। আর ইন্ডিগোর দুই পাইলটকে আপাতত বসিয়ে দেওয়া হয়েছে।ভারতের অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএয়ের এক শীর্ষকর্তা জানিয়েছেন যে কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৭৩৭ ভিটি-টিজিজি বিমান দাঁড়িয়েছিল। তারই মধ্যে ইন্ডিগোর এ৩২০ ভিটি-আইএসএস বিমানটি ট্যাক্সিং করছিল। সেইসময় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৭৩৭ ভিটি-টিজিজিতে ওই ইন্ডিগোর বিমানটি ধাক্কা মারে। সেই ঘটনার পরই বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ডিজিসিএ।সূত্রের খবর, এদিন সকাল ১০.৪০ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমান আইএক্স ১৮৬৬ চেন্নাই যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ততক্ষণে বিমানে চড়ে বসেছেন ১৬৩ জন যাত্রী। সঙ্গী ৬ জন কেবিন ক্রু। বিমানটি সবে তখন বে নম্বর থেকে রানওয়ের দিকে রওনা হচ্ছিল। এদিকে সেই সময়েই ইন্ডিগোর সিক্স ই ৬১৫২ বিমানটি কলকাতা থেকে দারভাঙ্গার উদ্দেশ্যে উড়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ৬ জন কেবিন ক্রুর সঙ্গে বিমানে ততক্ষণে চড়ে বসেছেন ১৪৯ জন যাত্রী। কিন্তু, কে জানত কিছু সময়ের মধ্যেই অপেক্ষা করছে বড় বিপদ। দুটি বিমান একযোদে রানওয়ের দিকে যাওয়ার সময়েই ঘটে যায় বিপত্তি। আলফা ওয়ানের সামনে দু’টি বিমানের ডানায় ধাক্কা লাগে। ক্ষতিগ্রস্ত হয়েছে দুই বিমানই। ডানাগুলি আর ওড়ার অবস্থায় নেই বলে জানা যাচ্ছে। তড়ঘড়ি সফর বাতিল করে ওই বিমানের যাত্রীদের অন্য বিমানে পাঠানোর ব্যবস্থা করা হয়। দ্রুত দুর্ঘটনাগ্রস্ত বিমান দুটিতে মেরামতির কাজও শুরু হয়ে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।দুটি বিমানকেই আপাতত বসিয়ে দেওয়া হয়েছে। আর ইন্ডিগোর দুই পাইলটের নাম আপাতত রোস্টার থেকে কেটে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএয়ের ওই আধিকারিক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *