সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর:- ফের রাতের অন্ধকারের বিজেপির ব্যানার ও ফেস্টুন পুড়িয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের পাচেট মোড় এলাকায়। আবারো অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির অভিযোগ রবিবার পটাশপুর এর কোন পুরে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি ছিল। তাই প্রত্যেকটা বুথ থেকে বিজেপি কর্মী সমর্থকরা এদিন বিকেলে বিজেপির দলীয় পতাকা ফেস্টুন ব্যানার টাঙ্গিয়ে সাজিয়ে দেয় গোটা এলাকা। কিন্তু রাতের অন্ধকারে তৃণমূল কর্মীরা মদ্যপ অবস্থায় বিজেপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে জ্বালিয়ে দেয় বলে অভিযোগ বিজেপির।
এরপরেই এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় সমগ্র এলাকায়। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা বক্তব্য এইরকম রাজনীতি তৃণমূল করে না, অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ।