Breaking News

পার্শ্বশিক্ষকদের দাবিপূরণে ‘সদর্থক হস্তক্ষেপে’র আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে চিঠি লিখলেন মুকুল রায়ের

নিজস্ব সংবাদদাতা :- নির্বাচনের মুখে পার্শ্বশিক্ষকদের আন্দোলন চলছে |বেতন কাঠামোর উন্নতি-সহ একাধিক দাবিতে লাগাতার ১ মাস ধরে অবস্থান বিক্ষোভের পর সল্টেলেকে বিকাশভবনে সামনে ধর্নায় বসেছেন তাঁরা | ১০ দিন ধরে চলছে এই অনশন| রাজ্যের পাশ্বশিক্ষকদের দাবিপূরণে এবার তৃণমূল সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিল বিজেপি | কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘সদর্থক হস্তক্ষেপে’র আর্জি জানিয়ে চিঠি লিখলেন দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় এমনটাই সূত্রের খবর | শনিবার পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে যান বিজেপি নেতা রাজীব ববন্দোপাধ্যায় | তিনি সেখানে বলেন, ওঁদের দাবি ন্যায়সঙ্গত | আন্দোলনকারীদের আশ্বাসও দেন, ‘আমি এখন যে দলে আছি, সেই দল যদি সরকার গড়ে, তাহলে এইসব দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে’ | এরপরই বিষয়টি নিয়ে সক্রিয় হল গেরুয়াশিবির বলে মনে করা হচ্ছে | প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন বাজেটে পার্শ্বশিক্ষকদের বেতন, অবসরকালীন ভাতার বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | রবিবার বিকেলে পার্শ্বশিক্ষকদের সেইসব সরকারি সুবিধার কথা জানাতে ধর্মতলায় সমাবেশে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় | কিন্তু তাতে লাভ কিছুই হয়নি | বরং সামনে পেয়ে শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে একদল শিক্ষক বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *