নিজস্ব সংবাদদাতা :- ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্যা মৃত্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি | এই মৃত্যুর রোষ গিয়ে পড়ল পুলিশের উপরেও | সোমবার দুপুরে ডিওয়াইএফআই দফতরের সামনে মইদুল মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন কর্মীরা | সেসময় আচমকা এক পুলিশকর্মীর উপর চড়াও হন কয়েকজন বাম যুব কর্মী ও সমর্থকরা | তাঁকে ঘিরে ধরে মারতে উদ্যত হন কয়েকজন বাম কর্মী বলে অভিযোগ | কিছুক্ষণের মধ্যে দীনেশ মজুমদার ভবনের সামনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় | তবে ডিওয়াইএফআই কর্মীদের আচমকা আক্রমণে তালতলা থানার ওসি ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচেন | একজন নিরাপত্তারক্ষীকে মারধর করা হয় বলে অভিযোগ | এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এজেসি বোস রোডে | এদিকে এদিন পুলিশ মর্গেও বিক্ষোভ হয় | কেন ময়নাতদন্তে এত দেরি হচ্ছে তাই নিয়ে পুলিশ কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম কর্মী-সমর্থকেরা | অন্যদিকে কলেজ স্ট্রিটের সামনেও অবরোধ করেন বাম কর্মীর | প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের তরফে বিক্ষোভ প্রদর্শন হয় | সেখানে পোড়ানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি | মইদুলের মৃত্যুর প্রতিবাদে বারাসত কলোনি মোড়েও অবরোধ চলে | ডিওয়াইএফআই, এসএফআই-সহ বাম নেতৃত্বের উপস্থিতিতে বারাসাতের কলোনী মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে বিকেল পাঁচটা থেকে অবরোধ শুরু হয় |