দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিমানে অভিনব উপায়ে মাদক কিংবা সোনা পাচারের অভিযোগ নতুন নয়। এবার কলকাতা বিমানবন্দরে প্রায় সাড়ে ৬ কোটি টাকার হীরে বাজেয়াপ্ত করল আয়কর বিভাগ| লোকসভা নির্বাচনের প্রাক্কালে বহুমুল্য এই হীরে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।বিমানবন্দর থেকে হাতেনাতে ধরা হল এক ব্যক্তিকে। হীরা পাচার রুখল আয়কর দফতর। পোশাকের মধ্যে লুকিয়ে হীরা পাচারের চেষ্টা করা হচ্ছিল। কলকাতা বিমানবন্দর থেকে ৬.৪৫ কোটি টাকার হীরা বাজেয়াপ্ত করল আয়কর দফতর।জানা গিয়েছে, মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল সেই হীরা। কোনও বৈধ নথি না দেখাতে পারায় বাজেয়াপ্ত করা হয় তা। নির্বাচনের মুখে এত নগদ টাকা নিয়ে যাতায়াতে নজরদারি থাকার জন্যই কি হীরার লেনদেন? খতিয়ে দেখছে আয়কর দফতর।সূত্রের খবর, আয়কর দফতরের কাছে খবর ছিল মুম্বই থেকে কয়েক কোটি টাকা মূল্যের হিরে নিয়ে এক ব্যক্তি কলকাতায় আসছে। সেইমতোই তৈরি ছিল আইটি টিমও। বিমানবন্দরের নিরাপত্তা টিমও প্রস্তুত ছিল।ওই ব্যক্তি বিমানবন্দরে নামতেই তাঁকে আটক করা হয়। নানা প্রশ্নের পাশাপাশি তল্লাশি করা হয়। সেই সময়ই পোশাকের ভিতর হিরে পাওয়া যায়। লোকসভা ভোটের আগে আয়কর দফতর-সহ বিভিন্ন সংস্থাকে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বিশেষ নজরদারি চালাতে। নগদ লেনদেনের পাশাপাশি বেআইনিভাবে টাকা এ হাত ও হাত করার দিকে নজরদারি চলছে। এরই মধ্যে এত দামি হিরে নিয়ে মুম্বই থেকে আসার কারণও খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু টাকা নিয়ে যাতায়াতে বিশেষ নজর, তাই কোনওভাবে সেই টাকার হিরে নিয়ে যাওয়া হচ্ছিল? কে মুম্বই থেকে এই হিরে পাঠিয়েছে এবং কলকাতাতেই বা কাকে তা পাঠানো হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। যে ব্যক্তিকে ধরা হয়েছে, তাঁকে মিডলম্যান বলেই মনে করা হচ্ছে।