দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- নিখোঁজ ছিলেন ৩ দিন, ওয়াটগঞ্জকাণ্ডে মৃত মহিলাকে শনাক্ত করলেন পরিবারের লোকেরা। মিলল পরিচয়। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, গলা কেটে খুন করা হয়েছে তাঁকে। স্বামীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিস। ৪ দিনের মধ্যে রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন।ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুর্গা সরখেল নামে ওই মহিলার ভাসুরকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নীলাঞ্জন সরখেল। জেলায় তদন্তকারীরা জানতে পেরেছেন, ভাসুর বাড়ির বাথরুমে খুন করে দুর্গাকে। তারপর সেখানেই দেহ টুকরো টুকরো করা হয়। তারপর দেহ প্লাস্টিকে ভরে নিজেই সাইকেলে করে ফেলতে যান। সিসিটিভিতেও সেই বিষয়টি দেখা গিয়েছে। সাইকেলে এক ব্যক্তি প্লাস্টিক এনে জঙ্গলে ফেলছেন। যদিও তাঁর স্বামীর এখনও হদিস পায়নি কলকাতা পুলিশ। টাকা নিয়ে গোলমালের জেরেই কি এই খুন, না কি এর নেপথ্যে রয়েছে আরও গভীর কোনও রহস্য, এখন সেই উত্তর খুঁজছে লালবাজার।দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ ৩ এপ্রিল মহিলার দেহ শনাক্ত হয়। জানা যায়, মহিলার নাম দুর্গা সরখেল। বন্দর এলাকার বাসিন্দা। তিন দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানতে পারে পুলিশ। দুর্গার দেহ শনাক্ত করেন তাঁর বাড়ির লোকেরাই। ২০০৭ সালে পশ্চিম বন্দর এলাকার বাসিন্দা ধোনি সরখেলের সঙ্গে তাঁর বিয়ে হয়। দুর্গার বাড়িতে স্বামী ছাড়াও রয়েছেন শাশুড়ি, দেওর এবং ননদ। মৃতার একটি পুত্রও আছে।