নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- কলকাতা-সহ রাজ্যের বহু স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। স্কুল কর্তৃপক্ষের কাছে মেল পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তারা পরিস্থিতির উপরে নজরে রাখছে। এই মেলগুলি সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।কলকাতা, শিলিগুড়ি-সহ পশ্চিমবঙ্গে প্রায় ২০০টি স্কুলে ইমেলে সেই হুমকিবার্তা পাঠানো হয়। ইতিমধ্যে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের তরফে বিষয়টি জানানো হয়েছে পুলিশকে। খবর গিয়েছে লালবাজারেও। পুলিশ সূত্রের খবর, পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। শুরু করা হয়েছে তদন্ত। যে মেল পাঠানো হয়েছে, সেটা ভুয়ো কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। তবে বিষয়টি নিয়ে পুলিশের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।রবিবার রাত ১২ টা বেজে ২৪ মিনিটে স্কুলগুলোর মেল আইডিতে মেল আসে। প্রেরক ‘doll’। সেই মেলেই জানানো হয়েছে, স্কুলগুলোর ক্লাসরুমে বোমা রাখা রয়েছে। টাইমার সেট করা রয়েছে সকালের, যখন বাচ্চারা স্কুলে থাকবে। মেলে জানানো হয়, উদ্দেশ্যে যত বেশি সংখ্যক সম্ভব মানুষকে রক্তস্নান করানো। ওই মেলেই উল্লেখ্য করা হয়েছে দুই জঙ্গি চিং ও ডলের নাম। এই মেইলকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই স্কুলগুলোতে সতর্ক করা হয়েছে পুলিশের তরফে। পুলিশের তরফে প্রয়োজনীয় পদক্ষেপও করা হচ্ছে। তবে এই মেলটি ভুয়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না পুলিশ আধিকারিকরা।কলকাতার প্রিটোরিয়া স্ট্রিটের কাছে অবস্থিত একটি স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন যে তাঁদের স্কুলের ইমেলে হুমকিবার্তা এসেছে। স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন প্রিটোরিয়া স্ট্রিটের কাছে অবস্থিত ওই স্কুলের প্রধান শিক্ষক। যদিও ঠিক কতগুলি স্কুলে সেই হুমকিবার্তা পাঠানো হয়েছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।