দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রধানমন্ত্রীর পর এবার বাংলার ভোট প্রচারে ময়দানে নামতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সপ্তাহেই শাহ আসছেন রাজ্যে। বিজেপি সূত্রে খবর, বুধবার বাংলায় প্রথম জনসভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের আসন বালুরঘাট থেকেই তিনি বাংলায় ভোটপ্রচার শুরু করবেন। বুধবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বুনিয়াদপুর বিধানসভার পত্রায় সভা করবেন শাহ। এর আগে গত নভেম্বর, ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলায় এসেছিলেন শাহ। কিন্তু সভা করেননি। জানুয়ারির শেষ সপ্তাহে আসার কথা থাকলেও তা শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। ফেব্রুয়ারির শেষ দিনেও রাজ্যে আসার কথা ছিল শাহের। মায়াপুরের ইস্কনের মন্দিরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বাতিল হয় সেই সূচি। শেষ পর্যন্ত বুধবার সুকান্তের লোকসভা কেন্দ্রে প্রথম প্রচারসভা করবেন শাহ। সেখানে দ্বিতীয় দফায়, অর্থাৎ ২৬ এপ্রিল ভোট রয়েছে।আগামী ১০ এপ্রিল বুনিয়াদপুর রেলস্টেশন ময়দানে আসছেন তিনি, সেখানে সভা সারবেন তিনি। এবারও গেরুয়া দাপট অক্ষুণ্ণ রাখতে মোদির পাশাপাশি অমিত শাহের প্রচার গুরুত্বপূর্ণ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জেলা বিজেপির অন্দরে।লোকসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ বাংলা। ইতিমধ্যেই শুরু হয়েছে জোরকদমের প্রচার। নির্বাচন ঘোষণার পর ভোটের প্রচারের জন্য রাজ্যে দু’বার এসেছেন প্রধানমন্ত্রী। এবার সেই ভোটের প্রচারের জন্যই রাজ্য আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার বালুরঘাটে প্রচার দিয়েই রাজ্যে ভোট প্রচার শুরু করছেন অমিত শাহ।
Hindustan TV Bangla Bengali News Portal