প্রসেনজিৎ ধর, হুগলি:-পারিবারিক অশান্তির জেরে শ্বশুর ও শ্যালিকাকে খুন করার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। ঘটনা সিঙ্গুরের দলুইগাছা এলাকার। অভিযুক্ত জামাইকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বিনিতা সাউ (৩০) ও বিষ্ণু দয়াল সাউ(৬০)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিঙ্গুর থানা পুলিশ। মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। কী কারণে খুন তা জানতে জামাইকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।অভিযোগ, সোমবার রাতে পারিবারিক অশান্তির জেরে প্রথমে ভারী কিছু দিয়ে বিষ্ণুদয়ালবাবুর মাথায় আঘাত করেন পিন্টু। এর পর শ্যালিকা বিনিতার কলায় কোপ বসান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। ঘটনার সময় বাড়িতেই ছিলেন বিষ্ণুদয়ালবাবুর বড় মেয়ে ডলি। তিনি বিনিতার বন্ধু প্রীতম দেকে ফোন করে ঘটনার কথা জানান। প্রীতম এসে দেখেন রক্তে ভেসে যাচ্ছে গোটা বাড়ি। তারই মধ্যে পড়ে রয়েছে ২টি মৃতদের। খবর পেয়ে পুলিশ পৌঁছয়। দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায় তারা। গ্রেফতার করে অভিযুক্ত পিন্টু মণ্ডলকে। ডলি দেবী জানিয়েছেন, বাড়িতে অশান্তি চলছিল। তারই মধ্যে পিন্টু উন্মত্ত অবস্থায় বাবা ও বোনকে আঘাত করে। তবে কী নিয়ে অশান্তি চলছিল তা স্পষ্ট নয়।হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন,অভিযুক্ত জামাইকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মৃতের বড় মেয়ে ও স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।