ইন্দ্রজিত মল্লিক:- মধ্য কলকাতার ২৫ বছরের পুরনো কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে তৃণমূলের গুন্ডারা। এমনটাই অভিযোগ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। শুধু তাই নয় দলীয় কার্যালয়ের পাখা, লাইটও চুরি করে নিয়েছে বলে অভিযোগ। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তিও হয়েছে বলে অভিযোগ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এছাড়াও হাঁসন বিধানসভার মারগ্রাম ১ ও ২ অঞ্চলে তৃণমূলের বাইক বাহিনীর সন্ত্রাস চড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ করার পর কংগ্রেস নেতা আশুতোষ মুখার্জি বলেন, “কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ ব্যানার্জি যেদিন প্রথম প্রচারে এসেছিলেন সেইদিনই এই ঘটনা ঘটে। পুলিশকে জানানোর পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।” যদিও কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি বলেন, “ কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে না। কেউ একটা ছবি তুলে নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিচ্ছে আর বলা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী সক্রিয় রয়েছে।”