প্রসেনজিৎ ধর, কলকাতা :- শনিবারের সকালে হঠাৎই বিধ্বংসী আগুনে তীব্র আতঙ্ক ছড়াল দমদমের ছাতাকল সংলগ্ন বস্তি ৷ আগুনে পুড়ে গিয়েছে প্রায় ৪০-৫০টি ঘরবাড়ি৷ ঘটনার পর এলাকায় পৌঁছে গিয়েছে ১০টি দমকলের ইঞ্জিন৷ শোনা গিয়েছে, ঘটনাস্থলে ছিল প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ৷ সেই কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে৷ প্রশাসনের পক্ষ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু৷আগুন লাগার কারণ এখনও স্পট হয়নি। ভয়াবহ এই আগুন নেভানোর কাজে রোবটের সাহায্য নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সুজিত বসু। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়েই এদিন সেখানে পৌঁছে যান দমদম কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন সুজন চক্রবর্তী বলেন, “খবর পেয়ে এলাম। খুবই ভয়াবহ ব্যাপার। একশোর ওপর বাড়ি পুড়ে গিয়েছে। মানুষ নাকি খালে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেছেন। কীভাবে হল তা তদন্ত হবে।” অন্যদিকে, এলাকার বিদায়ী সাংসদ তথা এবারের দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ও এদিন ঘটনাস্থলে গিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।
Hindustan TV Bangla Bengali News Portal