দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যান্ত্রিক গোলযোগের জেরে কিছুক্ষণের জন্য কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে পরিষেবা ব্যাহত হয়েছিল। শোভবাজার-সুতানটি স্টেশনে থমকে ছিল একটি মেট্রো। সেই পরিস্থিতিতে প্রায় ৫০ মিনিট কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরের (ব্লু লাইন) পুরো অংশে পরিষেবা মিলছিল না। তবে সেই ধাক্কা কাটিয়ে বেলা ১২ টা ১৮ মিনিট থেকে ফের পুরো লাইনে পরিষেবা চালু করা হয়েছে। প্রায় ৫০ মিনিট পরিষেবা বিঘ্নিত হয়েছিল। এখন পরিষেবা পুরো স্বাভাবিক হয়ে গিয়েছে বলে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।মেট্রো রেল সূত্রে খবর, মঙ্গলবার সাড়ে ১১টায় গড়িয়াগামী মেট্রোটি শোভাবাজার স্টেশনে দাঁড়িয়ে পড়ে। যান্ত্রিক গোলযোগের জন্য মেট্রো আর এগোতে না পারায় সমস্ত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ওই মেট্রোটিকে দ্রুত সরানোর চেষ্টা চলে | কিন্তু আধ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরও মেট্রোটিকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর তার জেরেই পর পর আটকে পরে অন্য মেট্রো। ফলে যে সমস্ত যাত্রীরা গিরিশ পার্ক, শোভাবাজার, মহাত্মা গান্ধী রোডের মতো এলাকায় পৌঁছতে মেট্রোয় সওয়ার হয়েছিলেন, তাঁরা সমস্যায় পড়েন। এমনিতেই অফিস টাইমে অতিরিক্ত ভিড়ের কারণে কম সময়ের ব্যবধানে মেট্রো চলে। আবার গরমে রোদ এড়াতে বর্তমানে অনেকেই মেট্রোয় নির্ভরশীল। ফলে সেই ভিড় সামলাতে এমনিই হিমশিম দশা মেট্রো কর্তৃপক্ষর। আর এরই মধ্যে হঠাৎ মেট্রো বিভ্রাটের কারণে রীতিমতো বিরক্ত হন যাত্রীরা।
Hindustan TV Bangla Bengali News Portal