প্রসেনজিৎ ধর, কলকাতা :- সমস্ত জল্পনার অবসান, ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করল বিজেপি। একমাত্র এই আসনেই প্রার্থী দেওয়া বাকি ছিল ভারতীয় জনতা পার্টির। এবার সেই আসনেও প্রার্থী দিয়ে দেওয়া হল গেরুয়া শিবিরের পক্ষ থেকে। ডায়মন্ডহারবারে অভিজিৎ দাসকে (ববি) প্রার্থী হিসেবে ঘোষণা করব বিজেপি। অর্থাৎ ওই কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়তে চলেছেন অভিজিৎ দাস।বঙ্গ রাজনীতিতে অভিজিৎ সে ভাবে পরিচিত নাম না হলেও দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে চেনা মুখ ববি। দক্ষিণ ২৪ পরগনার বিজেপি জেলা সভাপতিও ছিলেন একসময়ে। উল্লেখ্য, ২০১৪ সালেও অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন ববি। তবে জয় থেকে সে বছর ছিলেন অনেক দূরে। অভিষেক যেখানে ৫ লক্ষের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, ববি সেখানে পেয়েছিলেন দু’লক্ষের সামান্য বেশি ভোট। ২০১৯ সালে তাঁকে আর টিকিট দেয়নি বিজেপি। তাঁর বদলে বিজেপি প্রার্থী করেছিল নীলাঞ্জন রায়কে। এরপর ২০২৪ সালে আবার ববির উপরেই ভরসা রাখছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটি।তবে অভিজিৎ দাসের নাম ঘোষণার পরই তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, “অভিজিৎ দাস খায় না মাথায় দেয়। বাংলায় একটা সমীক্ষা করে দেখুন তো বাংলার কতজন তাঁকে চেনেন।” যদিও বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের কথায়, “অভিজিৎ দাস ববি আমাদের বহুদিনের সংগঠক। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করে, লড়ে চলেছেন তিনি। এমন ভাবার কোনও কারণ নেই আমরা কমজোরি প্রার্থী বা কম ওজনের প্রার্থী দিয়েছি।”