দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রবল গরমে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধার। অটোয় যাচ্ছিলেন তিনি। মাঝপথে হঠাৎই অসুস্থতা বোধ করতে থাকেন। অটোচালকরাই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘটনা।এদিন অটোয় যাওয়ার পথেই অসুস্থতা বোধ করেন শাকিলা বিবি নামে বছর বাষট্টির ওই বৃদ্ধা। সোনারপুরের চৌহাটি যাওয়ার উদ্দেশে পেয়ারা বাগান এলাকা থেকে অটোতে চাপেন ওই মহিলা। অটোর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অটোচালক ও সহযাত্রীরা তাঁকে সোনারপুর হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় সোনারপুর থানাতেও। ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ।সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতার পরিচয় জানতে সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি শেয়ার করেন অটোচালক। সেই সূত্র ধরেই মৃতার পরিচয় পাওয়া যায়। সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম শেখ শাকিলা বিবি। তিনি সোনারপুরেরই দক্ষিণ জগদ্দল এলাকার বাসিন্দা।অটোচালক নরেশ মণ্ডল বলেন, “হঠাৎই অটোতে উনি অসুস্থ হয়ে পড়েন। গাড়ি থামিয়ে ওঁকে জল দিই। সবাই মিলে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা জানান ওঁর মৃত্যু হয়েছে। গরমেই মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। চিকিৎসকরা বললেন সান স্ট্রোক হয়ে গেছে।” আজই মহিলার ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।বৈশাখের শুরুতেই কলকাতায় ৩৯ ডিগ্রি ছুঁই ছুঁই পারদ। সপ্তাহের শেষে তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলেও পূর্বাভাস।