প্রসেনজিৎ ধর :- বৃহস্পতিবার আলিপুরদুয়ারের চালসায় বিজেপির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ‘চোর’ স্লোগান দেন কর্মী সমর্থকরা। তখন রাস্তা দিয়ে যাচ্ছিল মুখ্যমন্ত্রীর কনভয়। যদিও সে সময়ে কোনও প্রতিক্রিয়া দেননি মমতা। মঙ্গলবার দিলেন। জলপাইগুড়ির জনসভা থেকে তিনি বললেন, সেদিন জিভ টেনে নিতে পারতেন ওদের | বিধানসভার চিফ হুইপ মনোজ টিগ্গার সভা থেকেই মমতার উদ্দেশ্যে ওই স্লোগান দেওয়া হয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন। হাসিমুখে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বেরিয়ে যান। তবে মঙ্গলবার জলপাইগুড়ির সভায় সেই চাপা ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল নেত্রী।মমতা বলেছেন, ”আমার গাড়ি দেখে ওরা চোর বলছে। সেদিন ওদের জিভ টেনে নিতে পারতাম। কিন্তু ভোট বলে কিছু বলিনি!” পরমূহুর্তেই তাঁর সংযোজন, ”আমি নরেন্দ্র মোদী, অমিত শাহ নই। ওঁরা বলেন বেছে বেছে জেলে পাঠাব, উল্টো ঝুলিয়ে সিধে করে দেব। ওই ধরনের কথা আমি বলব না। জিভ টেনে নিতে পারলেও সেটা করব না।” জনসভায় আসা সকলকে মমতা এই প্রসঙ্গে মনে করিয়ে দেন, ”আমি কারও পিতৃদেবের টাকায় এক কাপ চাও খাইনি। চাইলে লক্ষ লক্ষ টাকা বেতন, পেনশন নিতে পারতাম, নিই না।”ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় আরও একধাপ এগিয়ে মমতা বলেন, ‘আমার মুখে শোভা পেলে আমি জিভ টেনে নেওয়ার কথা বলতাম। কিন্তু আমি ওটা বললাম না। আমি বললাম যে আমি যদি চাইতাম, তাহলে এরকম (জিভ কেটে নেওয়া) করতে পারতাম। কিন্তু আমি ওরকম করব না।’