প্রসেনজিৎ ধর :- আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। তার ঠিক আগে রাজ্যজুড়ে পালিত হচ্ছে রাম নবমী। বুধবার সকাল থেকে দিকে দিকে ভক্তরা মেতে উঠেছেন রাম নবমী উদযাপনে।এই বিশেষ দিনটিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | রামের কপালে তিলক এঁকে, পুজো দিয়ে দিন শুরু করলেন শুভেন্দু।তার আগে সকালে নিউটাউন থেকে শুরু হয় ব়্যালি। ট্যাবলো নিয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শুভেন্দু অধিকারী-সহ অন্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। রামনবমীর মিছিল দেখতে রাস্তায় তখন রীতিমতো ভিড়।মিছিল পৌঁছয় ইকো পার্কে। সেখানে মন্দিরের আদলে তৈরি ট্যাবলোতে রামের আরাধনা করলেন শুভেন্দু। নারকেল ফাটিয়ে পুজোর শুভ সূচনা করেন তিনি।এখানেই শুভেন্দু বললেন, দেশে রামরাজ্য প্রতিষ্ঠা করতে চান মোদী। দেশের মানুষের সমৃদ্ধি ও সুখের জন্য এটা করতেই হবে।এদিন সকালে নিউটাউনের ইকোপার্কে রামনবমীর অনুষ্ঠান ও শোভাযাত্রায় সামিল হয়ে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আসকারাতে যাদবপুরে টুকরে টুকরে গ্যাং লালিত হচ্ছে ৷”তাঁর কথায়, “যুব মোর্চার প্রতিবাদে আমি যখন ওখানে যাই তখন আমার গাড়ির সামনে এসে কীভাবে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল সেটা সবাই দেখেছে । স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী এবং ভারত বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় প্রশ্রয়ে যাদবপুরে টুকরে টুকরে গ্যাং লালিত হচ্ছে। আর এই কাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোসর হল সিপিএম। যাদের ঠাকুরদা থেকে জ্যাঠা, দাদু সবাই চিনে থাকে । ব়্যাগিং করে এক দরিদ্র বাড়ির ছাত্রকে মেরে ফেলা হল যাদবপুরে ।”বুধবার রামনবমী উপলক্ষে নিউটাউনের ইকোপার্ক থেকে এক বিশাল সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয় ৷ নিউটাউন থেকে সল্টলেক হয়ে লেকটাউন পৌঁছয় এই শোভাযাত্রা | বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কার্যকর্তাদের সঙ্গে নিয়ে নিউটাউন থেকে সল্টলেক হয়ে তারপরে লেকটাউন-সহ বিভিন্ন জায়গায় পৌঁছয় শোভাযাত্রা ৷