দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হল নয়া অস্থায়ী উপাচার্য। এবার অধ্যাপক ভাস্কর গুপ্ত হলেন নতুন উপাচার্য। সুপ্রিম কোর্টের রায় মেনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হল উপাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি, রাজ্যের আরও ৫ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করা হল এদিন। এর আগে বুদ্ধদেব সাউকে অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর বুদ্ধদেববাবুকে উপাচার্যের পদ থেকে অপসারিত করা হয়েছিল। রাজ্যপালের নির্দেশ অমান্য করার পরিপ্রেক্ষিতেই বুদ্ধদেববাবুকে উপাচার্যের পদ থেকে অপসারিত করা হয়েছিল। উপাচার্য ছাড়াই ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদটি খালিই ছিল। শেষ পর্যন্ত প্রায় চার মাস পর ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করা হল।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়, সাধু রাম সিএইএনডি মুর্মু বিশ্ববিদ্যালয় ও হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হলেন অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়। পাশাপাশি দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ে নতুন অস্থায়ী উপাচার্য হলেন অধ্যাপক প্রেম পোদ্দার। সাধু রাম সিএইএনডি মুর্মু বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হলেন অধ্যাপক অমিয় কুমার পাণ্ডা। হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে তপন কুমারকে। সেইসঙ্গে রানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটির অস্থায়ী উপাচার্য হিসাবে আশুতোষ ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে।