প্রসেনজিৎ ধর :-বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারীকে ‘গদ্দার’ বলে আক্রমণ করেছে তৃণমূল। বৃহস্পতিবার রায়গঞ্জের প্রচার সভা থেকে মিঠুন চক্রবর্তীকে সরাসরি ‘গদ্দার’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জের সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, “বাংলার আরও এক গদ্দারের নাম মিঠুন।”রায়গঞ্জের প্রচারসভায় এ দিন শুরু থেকেই বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। নিজের ভাষণের শুরুতেই আক্রমণ করেন মিঠুন চক্রবর্তীকে। মমতা বলেন, ‘ওঁকে রাজ্যসভার প্রার্থী করেছিলাম। কিন্তু সেও মুম্বইতে আরএসএস অফিসে বসে বিজেপিতে যোগ দিল। মাথা নীচু করে দিয়ে এসেছিল। বাংলার আরও একজন গদ্দার মিঠুন চক্রবর্তী। এরা কোনওদিন মানুষের জন্য রাজনীতি করেননি। জীবনযুদ্ধে যারা লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলেই মনে করি না।’মমতার দাবি, “নিজের ছেলেকে বাঁচাতে আরএসএস দপ্তরে মাথা নিচু করেছিল ও। মনে পড়ে, ওঁর ছেলেকে ধরেছিল, বিয়ের পিঁড়িতে হানা দিয়েছিল। সেইসময় নিজের ছেলেকে বাঁচাতে গদ্দার চলে গেল আরএসএস অফিসে। ওখানে গিয়ে বলছে, আমি বিজেপির সেবক আছি।” তাঁর আরও সংযোজন,” যারা জীবন যুদ্ধে ভয় পায়। যাঁদের আদর্শ নেই, দোআঁশলা, তাঁদের আমি মানুষ বলে মনে করি না।” উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত হয়ে বিজেপিতে যোগ দেন মিঠুন |বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, “মিঠুনের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে কেউ কখনও প্রশ্ন তুলতে পারেনি। দীর্ঘদিন ধরে উনি সর্বোচ্চ ট্যাক্সপেয়ার ছিলেন। উনি জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা, সারা ভারতের মানুষের হৃদয়ে ওঁর জন্য জায়গা আছে।” তাঁর কথায়, মিঠুনের রাজনৈতিক উচ্চাকাঙ্খা থাকলে ভোটে লড়তেন, রাজ্যসভায় যেতে পারতেন, সেটাও যাননি।