Breaking News

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ না নেওয়ায় থানায় বিক্ষোভ-এর অভিযোগ!অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে এফআইআর দায়ের

নিজস্ব সংবাদদাতা :-বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ অফিসারকে হুমকি দেওয়া, থানার গেটে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।শুধু অগ্নিমিত্রাই নন, বিজেপির জেলা সহ-সভাপতি শংকর গুচ্ছাইত, বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস, জেলা যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক সহ ১৬ জন বিজেপি নেতা ও কর্মীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৩৪২, ৩৫৩, ১৮৬, ৫০৬ ও ১২০ বি ধারায় মামলা দায়ের করা হয়েছে। সেগুলির মধ্যে ৩৫৩ ধারাটি জামিন অযোগ্য।ঘটনার সূত্রপাত বুধবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়ে তুমুল অশান্তিতে জড়ায় মেদিনীপুরের বিজেপি প্রার্থী। অভিযোগ, পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে। সেই অভিযোগ তুলে কোতয়ালি থানার ডিউটি অফিসারকেই ধমক দেন খোদ অগ্নিমিত্রা। যার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে থানার সামনেই পথ অবরোধ করে রাস্তার উপর বসে পড়েন। কোতয়ালি থানার গেটে তালাও ঝুলিয়ে দেন বিজেপি কর্মী-সমর্থকরা বলে অভিযোগ | এই ঘটনায় এবার বিজেপি প্রার্থী-সহ কর্মী-সমর্থকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর করল পুলিশ।অগ্নিমিত্রা পলের দাবি, রামনবমী নিয়ে কোচবিহারের সভা থেকে মিথ্যা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর করতে মেদিনীপুরের কোতয়ালি থানায় যান বিজেপি প্রার্থী। অভিযোগ, ডিউটি অফিসার এফআইআর নিতে চাননি।গোলমাল পাকিয়ে ষড়যন্ত্র করা, অন্যায়ভাবে সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের কাজে বাধা, অনুমতি ছাড়া জমায়েত করা, হুমকি দেওয়া ও ভয় দেখানো সহ একাধিক অভিযোগে কোতোয়ালি থানাতে মামলা দায়ের হয়েছে। যদিও এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি মেদিনীপুরের বিজেপি প্রার্থী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *