দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অনশন প্রত্যাহার করলেন কলকাতার কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। নেপথ্যে তৃণমূল নেতা কুণাল ঘোষ। শনিবার সত্যাগ্রহের মঞ্চে উপস্থিত হয়েছিলেন কুণাল। সেখান থেকে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কাউন্সিলরের কথা বলিয়ে দেন। কথাবার্তার মাঝেই দলীয় কাউন্সিলরকে ভোটের দায়িত্বও দেন সাংসদ। প্রায় ১০০ ঘণ্টা পর অবস্থান প্রত্যাহার তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে কাজ করতে গিয়ে তাঁকে বাধার মুখে পড়তে হচ্ছিল বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূল কাউন্সিলর। কলকাতা পুরনিগমের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নিশানায় ছিলেন দলের একাংশ। অবশেষে ‘বিদ্রোহী’ কাউন্সিলরের মানভঞ্জনের ভূমিকায় তৃণমূল নেতার কুণাল ঘোষ। কুণালের মধ্যস্থতায় অবস্থান প্রত্যাহার করলেন মোনালিসা। ভাঙলেন অনশনও। কুণাল ঘোষের হাত থেকে ওআরএস জল খেয়ে অনশন তোলেন মোনালিসা। এদিন কাউন্সিলরের প্রশ্ন, “৪৯ নম্বর ওয়ার্ড কি উত্তর কলকাতার বাইরে? এখানকার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তো কাউন্সিলরকেই জবাব দিতে হবে। এর জন্যই উচ্চ-নেতৃত্বর কাছে গিয়েছিলাম। আমি অনেক মিটিংয়ে বলেছি একসঙ্গে কাজ করা উচিত। কিন্তু কয়েকজনের জন্য সেটা হচ্ছে না।”এদিন সেই মান-অভিমান মেটাতে সটান ধরনা মঞ্চে হাজির হন কুণাল ঘোষ। অভিমানী কাউন্সিলরকে বোঝান। কথা বলিয়ে দেন সাংসদের সঙ্গে। ভোটে প্রচার দায়িত্বও দেন। সেই দায়িত্ব পেয়ে তৎক্ষনাৎ অনশন প্রত্যাহার করেন মোনালিসা।
Hindustan TV Bangla Bengali News Portal