Breaking News

‘১৫ লাখ না দিলে চাকরি পাবেন কীভাবে?’দুর্নীতি ইস্যুতে শাহের নিশানায় মমতা!তৃতীয়বার ক্ষমতায় এলেই উত্তরবঙ্গে এইমস হাসপাতাল,আশ্বাস শাহের

দেবরীনা মণ্ডল সাহা :- নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যে নির্বাচনী প্রচারে এসে সেই ইস্যু তুলে ধরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, ‘চাকরি পিছু ১০ থেকে ১৫ লক্ষ টাকা করে ঘুষ নিয়েছে ওরা। আপনাদের কাছে ১৫ লক্ষ টাকা না থাকলে আপনার বাড়ির লোকেরা চাকরি পাবে কীভাবে?’ পাশাপাশি বাংলার মানুষের কাছে শাহের বার্তা, এই নির্বাচনে বাংলা বিজেপিকে ৩০ আসন দিলে উত্তরবঙ্গের মানুষের জন্য রায়গঞ্জে এইমস হাসপাতাল গড়ে তুলবে মোদি সরকার। মোদীজি তৃতীয়বার ক্ষমতায় এলে উত্তরবঙ্গে এমস হবে। রায়গঞ্জের সভা থেকে আশ্বাস দিলেন অমিত শাহ। তিনি বলেন, “রায়গঞ্জে এইমস পরিকল্পনা করা হয়েছিল। মমতাদিদি তা রুখে দিয়েছেন। পুরো উত্তরবঙ্গে এমন নেই। মোদীজির গ্যারান্টি, ৩০ আসন জিতিয়ে দিন, আমরা উত্তরবঙ্গের জন্য আলাদা এইমস বানানোর কাজ শুরু করব।”জনসভায় শুরুতেই রাম মন্দিরের কথা বললেন অমিত শাহ। তিনি বললেন, “২০১৯-এ আপনারা ১৮টি আসন দিয়েছিলেন, তারপরই মোদী রাম মন্দির মামলায় জিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন। এবার ৩৫টি আসন দিন, বাংলাকে আমরা অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্তি করব।”রাজ্যের নিয়োগ দুর্নীতির ইস্যু থেকে শুরু করে সিএএ, অনুপ্রবেশ সবকিছুর প্রসঙ্গেই কথা বলেছেন অমিত শাহ। দাবি করেন, বাংলায় অনুপ্রবেশ আটকানোই যাচ্ছে না। এদিকে, শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। অমিত শাহ বলেন, বাংলার সর্বনাশ আটকানো তৃণমূল সরকারের পক্ষে সম্ভব নয়। এই কাজ একমাত্র নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার করতে পারে। বিজেপিই বাংলাকে বিকাশের রাস্তায় ফিরিয়ে আনতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *