Breaking News

‘ইচ্ছে করে করেছে যাতে ভোটের সময় অনুব্রত বের হতে না পারে…’ কেষ্টহীন বীরভূমে হুঙ্কার মমতার!

প্রসেনজিৎ ধর :- ভোটের মুখে ফের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই কেষ্ট। বীরভূমে প্রচারে গিয়ে অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যার জেল হেফাজত নিয়ে বিজেপিকে বিঁধলেন তিনি। পাশাপাশি দাবি করলেন, ভোট মিটলেই নাকি ছেড়ে দেওয়া হবে বীরভূমের এই দাপুটে নেতা ও তাঁর মেয়েকে।এদিন মমতা বলেন, ‘কেষ্ট আজ নেই। তাঁকে ও তাঁর মেয়েকে বন্দী করে রেখেছে। দেখবেন ভোটের পর তাঁকে ছেড়ে দেবে। ইচ্ছা করে করেছে যাতে ও ইলেকশনোর সময় বের হতে না পারে।’প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার জায়গা। বরাবরই নিজের দায়িত্বে বীরভূমে ভোট করাতেন তিনি। কাউকে ওই জেলা নিয়ে বিশেষ ভাবতে হত না। একাধিকবার তৃণমূল নেত্রী নিজেও বলেছেন যে, কেষ্ট দক্ষ সংগঠক ছিলেন। নিজের দায়িত্বে সবটা সামলে নিতেন। তবে এবার নির্বাচনটা আলাদা।এদিন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের প্রচারে জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘প্রচারবাবু’ বলে কটাক্ষ করেন মমতা |এদিন মমতা আরও বলেন, এই নির্বাচনটা আমার কৈফিয়ত দেওয়া নির্বাচন নয়।আমাদের গ্যারান্টি আমরা ১০০ পার্সেন্ট করেছি। বিজেপি এতটাই ঘাবড়ে গিয়েছে যে আজ ভয়ানক ভয়ানক কথা বলছে। আমি এই কথা গুলো বলে ভেদাভদের প্রাচীর তুলতে চাই না। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে যে কথাগুলো বেরোচ্ছে তার জন্য আগামী দিনে মূল্য দিতে হবে।উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন তিনি। বলেন, ‘আমি বীরভূমে দু-তিনটি কথা বলব। দেউচা পাচামিতে দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি তৈরি হচ্ছে। ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। ১ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *