নিজস্ব সংবাদদাতা :- লস্কর জঙ্গি রাজারাম রেগের কলকাতার পাঁচ লিঙ্কম্যানের সন্ধানে নামল লালবাজার। মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেল থেকে বেরিয়ে রেগে তার লিঙ্কম্যানদের সঙ্গে যোগাযোগ রাখত বলে সন্দেহ গোয়েন্দা আধিকারিকদের। এই পাঁচজনের সন্ধান চলছে| উল্লেখ্য, পুলিশ জানতে পেরেছে যে রাজারামের সঙ্গে আন্তর্জাতিক স্তরের এক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যোগ রয়েছে। রিপোর্ট অনুযায়ী, রাজারাম কলকাতায় এসেছিল ২ দিনের জন্যে। এই সময়কালের মধ্যে সে অভিষেকের বাড়ি এবং অফিসে রেইকি চালিয়েছিল বলে অভিযোগ। তবে এছাড়াও রাজারাম কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে থাকাকালীন পাঁচজন লিঙ্কম্যানের সঙ্গে যোগাযোগ করেছিল বলে জানা গিয়েছে।পুলিশ জানিয়েছে, যেভাবে লস্কর-ই-তইবার চাঁই ডেভিড হেডলির সঙ্গে মুম্বইয়ে হামলার আগে রাজারাম রেগে রেইকি করেছিল, সেই আদলে কলকাতায়ও রেইকি করে রাজারাম। গত ১৮ এপ্রিল মুম্বই থেকে কলকাতা বিমানবন্দরে আসে সে। মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকায় এস এন ব্যানার্জি রোডের একটি হোটেলে ওঠে। হোটেলটির তিনতলায় ২০৪ নম্বর রুম ভাড়া নেয় সে। সাড়ে তিন হাজার টাকার রুম দু’দিনের জন্য রাজারাম রেগে ভাড়া নেয়। আগাম ৭০০০ টাকা হোটেল কর্তৃপক্ষকে দিয়েছিল সে। খাওয়াদাওয়া করত ওই হোটেলেই।কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা নিউ মার্কেট থানার সাহায্য নিয়ে ওই হোটেলের রেজিস্টার খাতা ও রাজারামের পরিচয়পত্রের কপি বাজেয়াপ্ত করে। সিসিটিভির ফুটেজে কয়েকজনের সঙ্গে রাজারামকে কথা বলতে দেখা গিয়েছে। ওই ব্যক্তিরাই রাজারামের লিঙ্কম্যান কি না, গোয়েন্দারা তা জানার চেষ্টা করছেন।