প্রসেনজিৎ ধর, কলকাতা :-বাম যুব নেতৃত্বের ডাকে এসএসসি ভবন অভিযানকে কেন্দ্রকে করে ধুন্ধুমার সল্টলেকে। হাইকোর্টের রায়ে চাকরিহারা প্রার্থীদের নিয়ে অভিযান করতে যায় বাম ছাত্র-যুব সংগঠন। করুণাময়ী পৌঁছনোর আগে মিছিলে বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশ ও বাম ছাত্র যুব সংগঠনের খণ্ডযুদ্ধ শুরু হয়। তার জেরে রণক্ষেত্র করুণাময়ী। গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় দেয় কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের প্যানেল পুরোটাই বাতিল করে দেওয়া হয়। তার ফলে চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন। চাকরিহারাদের মধ্যে ‘যোগ্য’দের চাকরি ফেরানোর দাবিতে শনিবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্র যুব সংগঠন। এই মিছিলের নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়। চাকরিহারাদের একাংশও ওই মিছিলে অংশ নেন। অভিযোগ, করুণাময়ীর আচার্য সদনের সামনে পুলিশ মিছিল আটকায়। ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাতে পুলিশ বাধা দেয়। প্রথমে বচসা। পরে সময় যত গড়াতে থাকে ততই উত্তপ্ত হয় পরিস্থিতি। দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশ ও বিক্ষোভকারীদের কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বেশ কয়েক জনকে আটকও করা হয়েছে।
বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলের নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে এসএসসি ভবনে ডেপুটেশন জমা দিতে চেয়েছিলাম। কিন্তু, পুলিশ আমাদের আটকে দেয়। আমাদের একাধিক কর্মীকে আটকে দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত তাঁদের ছাড়া হচ্ছে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।’