ইন্দ্রজিৎ মল্লিক :- তীব্র তাপপ্রবাহের সাথে উত্তাপ বাড়ছে ভোট ময়দানেও |বাগযুদ্ধ, দোষারোপের পালটা দোষারোপের মাঝে অমিল নয় সৌজন্যের রাজনীতিও |শনিবার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী আশীর্বাদ নিতে সরাসরি পৌঁছে গেলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের বাড়ি। যদিও দুজনের দেখা হয়নি বলেই সূত্রের খবর | বিজেপি প্রার্থী জানিয়েছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সৌজন্যের কারণে তিনি দেখা করতে গিয়েছিলেন | আর অরূপ রায়ের সঙ্গে তাঁর পুরনো সম্পর্ক | সেই যোগসূত্রের খাতিরেই তিনি গিয়েছিলেন হাওড়ার তৃণমূল নেতা অরূপ রায়ের কাছে |
আগে তিনি ছিলেন তৃণমূলেই, ছিলেন হাওড়া শহরের মেয়র | তবে এখন তিনি বিজেপিতে | পেয়েছেন লোকসভা ভাটোর টিকিটও | এবার রথীন চক্রবর্তী সরাসরি পৌঁছে গেলেন তাঁর পূর্ব-দলের সতীর্থ অরূপ রায়ের বাড়ি।শনিবার সকালে হাওড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাসুন্দিয়া রোডে নির্বাচনী প্রচার করছিলেন হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী |তার হুডখোলা জিপ যখন ষষ্ঠীতলায় পৌঁছায়,তখন তিনি গাড়ি থেকে নেমে সরাসরি রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়ের বাড়িতে ঢুকে পড়েন | সেই সময় অবশ্য মন্ত্রী নিজের অফিসে ছিলেন না | বাড়িতে নিজের কাজে বেরোনোর জন্য তৈরি হচ্ছিলেন | ফলে অরূপ রায়ের সঙ্গে তাঁর দেখা হয়নি | তাড়া থাকায় তিনি তাঁর বাড়ির লোকেজনের সঙ্গে সাক্ষাৎ করে আসেন| হাওড়ার বিজেপি প্রার্থী জানালেন,তিনি সৌজন্যবোধের রাজনীতিতে বিশ্বাস করেন | তিনি জানান শুভ কাজে বিশিষ্ঠ ও শ্রদ্ধেয় মানুষদের নমস্কার করা ও আর্শীবাদ নেওয়াই রীতি | এ প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় বলেন, প্রার্থীর সঙ্গে তাঁর দেখা হয়নি কারণ তিনি ব্যস্ত ছিলেন | তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সৌজন্যবোধ ছিল, আছে এবং থাকবে | তিনিও সৌজন্যবোধে বিশ্বাস করেন | তিনিও প্রার্থীকে আশীর্বাদ করছেন |কিছুদিন আগে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাসভবনে গিয়েছিলেন। এবার ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী সটাং চলে গেলেন মন্ত্রী অরূপ রায়ের বাসভবনে |