দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পশ্চিমবঙ্গে অতি তীব্র তাপপ্রবাহ জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। ঝড়বৃষ্টির নামগন্ধই নেই। ওদিকে দেশের নানা রাজ্যে তাপপ্রবাহ চলছে।আবহাওয়াবিদদের দাবি, এইবছর যা পরিস্থিতি তা অত্যন্ত বিরল। হাওয়া অফিস সূত্রে খবর, ১৯৬০ সালে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। এপ্রিলে তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৪২ ডিগ্রি। এদিন অর্থাৎ সোমবার সকাল ১১ টা নাগাদ তিলোত্তমার তাপমাত্রা পেরিয়েছিল ৩৯ ডিগ্রির ঘর। ফলত মনে করা হচ্ছিল, ৬৪ বছরের রেকর্ড ভেঙে এদিন তাপমাত্রা পেরতে পারে ৪২ ডিগ্রির ঘর। বেলা সাড়ে তিনটে নাগাদ পারদ ছুঁল ৪২ ডিগ্রি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস।তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আরও পাঁচ দিন তাপপ্রবাহের সতর্কবার্তা। অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলায়। বেলা বাড়লে জেলাগুলোতে রীতিমতো লু বইবার সম্ভাবনা। উত্তরবঙ্গের ছয় জেলায় জারি থাকবে গরম। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা। মালদহ ও উত্তর দিনাজপুরের কিছু এলাকায় চরম তাপপ্রবাহের সম্ভাবনা। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া। মঙ্গলবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে।
Hindustan TV Bangla Bengali News Portal