প্রসেনজিৎ ধর, কলকাতা :- মনোনয়নপত্র জমা দিতে এসে ব্যাপক উত্তেজনা হুগলির চুঁচুড়া ঘড়ির মোড় এলাকায়। মঙ্গলবার সকালে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও হুগলি জেলার তিন লোকসভার বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। চুঁচুড়া ঘড়ির মোড় এর কাছে দুই রাজনৈতিক দলের মিছিল মুখোমুখি হয় আর সেখানেই তৈরি হয় উত্তেজনা।মঙ্গলবার হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় কর্মীদের সঙ্গে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। চুঁচুড়ার স্টেশন থেকে বিজেপির শোভাযাত্রা ঘড়ির মোড়ের দিকে এগোচ্ছিল। ওই সময়েই আখন বাজার থেকে ঘড়ির মোড়ের দিকে এগোচ্ছিল বাম-কংগ্রেসের মিছিল। হুগলি, শ্রীরামপুর ও আরামবাগের তিন বামপ্রার্থীকে নিয়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন জোটের কর্মী সমর্থকরা। ঘড়ি মোড়ের কাছে দুটি মিছিল মুখোমুখি হয়। এখানেই উত্তেজনা তৈরি হয়। স্লোগান পাল্টা স্লোগান দিতে থাকেন দু’পক্ষের কর্মীরা। বিজেপি কর্মীরা ঘড়ির মোড়ে বসে রাস্তা অবরোধ শুরু করেন। চন্দননগর পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বামেদের অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক পরে বিজেপির মিছিল ঘড়ির মোড়ে পৌঁছেছিল। বাম-কংগ্রেস জোট মিছিল নির্দিষ্ট সময়ে শুরু হয়েছিল।বাম কংগ্রেসের মিছিলকে একদিকে দাঁড় করিয়ে দেয় পুলিশ। বিজেপি কর্মীদেরও কিছুটা পিছু হটিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেয়।বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, তৃণমূলের নির্দেশে বাম কংগ্রেসকে আমাদের মিছিলের দিকে ঠেলে দিচ্ছে। এই রাস্তা আজকে আমাদের দখলে আমরা কাউকে এখানে ঢুকতে দেব না। প্রশাসনকে আমাদের পর্যাপ্ত সময় দেওয়া আছে। সেই সময়ের পরেও কেন এদেরকে দেওয়া হয়েছে।সিপিএম নেতা সৈকত শো বলেন, “আমাদের বেলা ১২টার সময় নমিনেশন দেওয়ার কথা ছিল। বিজেপি তাদের নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পরে সেখানে উপস্থিত হয়েছিল। বেলা এগারোটা নাগাদ বিজেপির সময় ছিল। এটা প্রশাসনের ব্যর্থতা। সেই কারণেই জটিলতা তৈরি হয়েছিল। বিজেপির এই নাটকের কোনও মানে হয় না।