দেবরীনা মণ্ডল সাহা :-কলকাতা বিমানবন্দরের পর এবার নিশানায় রাজভবন | নাশকতার হুমকি দিয়ে এবার রাজভবন-সহ একাধিক জায়গায় পাঠানো হল হুমকি মেল। মেলগুলি পাওয়ামাত্র তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা শাখা। মেলগুলি কোথা থেকে পাঠানো হয়েছে, আইপি অ্যাড্রেস খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
এ দিন দুপুরে প্রায় একই সময় রাজ ভবন, কলকাতা যাদুঘর সহ বিভিন্ন দফতরে এই হুমকি ই-মেল এসে পৌঁছয়৷ সেখানে দাবি করা হয়েছে, রাজ ভবন, যাদুঘরে প্রচুর পরিমাণে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে৷ যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটিয়ে বহু মানুষের প্রাণহানির হুমকি দেওয়া হয়েছে ওই ই মেলে৷এই খবর পাওয়ার পরই কলকাতা পুলিশের এসটিএফ সক্রিয় হয়েছে৷ রাজ ভবন, ভারতীয় যাদুঘরে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি শুরু করার পাশাপাশি নিরাপত্তাও বাড়ানো হয়েছে৷ পাশাপাশি, কোন আইপি অ্যাড্রেস থেকে এই হুমকি ই মেল পাঠানো হল তা খতিয়ে দেখছে পুলিশ৷হাওড়ার একটি সরকারি দফতরেও এই ই-মেল এসেছে বলে খবর৷ একই ই-মেল আইডি থেকে সবকটি জায়গায় এই হুমকি ই মেল পাঠানো হয়েছে বলে খবর৷ রাজ ভবন, ভারতীয় যাদুঘরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে৷পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে এই একই ধরনের হুমকি ই-মেল এসেছিল কলকাতা বিমানবন্দরেও৷ পর পর হুমকি ই-মেল একই জায়গা থেকে আসছে কি না, আইপি অ্যাড্রেসের সূত্র ধরে তা খতিয়ে দেখছে পুলিশ৷