প্রসেনজিৎ ধর :-প্রচারে বেড়িয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করে গান গাইলেন জুন মালিয়া। ‘তুম তো ধোঁকেবাজ হো, ওয়াদা করকে ভুল যাতে হো।’ তৃণমূল প্রার্থীর গানে আলোড়ন পড়ল জেলায়। সোমবার রাতে খড়গপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের ছোটো আয়মা এলাকায় একটি ঘরোয়া সভা করেন জুন মালিয়া। সেখানেই বলেন, ”কয়েকদিন আগে তেজস্বী যাদবের একটা বক্তব্য শুনছিলাম। বক্তব্যের শেষে তিনি একটি গান গেয়ে বলেন, মোদিজি, তুম তো ধোঁকেবাজ হো…। সেটা আমার খুব মনে ধরেছে। তাই আমিও ভাবলাম যে আপনাদের একটু গান শোনাই। আমি বলতে চাই –মোদি তুম তো ধোঁকেবাজ হো/ওয়াদা করকে ভুল যাতে হো/ রোজ রোজ মোদিজি তুম ঝুট বোলো গে/জনতা রুঠ জায়েগে তো হাত মলো গে”। এর পর জুন উপস্থিত মহিলাদের উদ্দেশে বলেন, ”মোদিজি এখানে ভোট চাইতে এলে আপনারা তাঁকে এই গান শুনিয়ে দেবেন।” মঙ্গলবার সকালেই দিলীপ ঘোষের গলায় গান শোনা গিয়েছিল ‘পরদেশি পরদেশি’ জানা নেহি গানটি। এবার জুনও গাইলেন হিন্দি গান, তবে কথা বদল করে।প্রধানমন্ত্রীকে নিশানা করে জুনের গানের ছবি বাইরে আসতেই শোরগোল পড়ে। এর আগে নির্বাচনী প্রচারের ট্যাবলোয় সরকারি প্রকল্পের নাম ব্যবহার এবং শিশুদের মডেল করায় বিতর্কের মধ্যে পড়েন জুন মালিয়া। বিরোধীদের কড়া সমালোচনার মুখোমুখি হতে হয়।
Hindustan TV Bangla Bengali News Portal