দেবরীনা মণ্ডল সাহা :-অবশেষে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল টিম ইন্ডিয়া। একদিন বাকি থাকতেই ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই I প্রত্যাশামতোই এবার দলে অধিনায়ক রোহিত শর্মা। আর সহ অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। তাৎপর্যপূর্ণভাবে দলে কামব্যাক করেছেন ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসন।এদিন আমেদাবাদে দল ঠিক করতে বৈঠকে বসেছিলেন বোর্ড সচিব জয় শাহ এবং প্রধান নির্বাচন অজিত আগরকর। যা দল তাতে, ওপেনার রোহিত-যশস্বী। তিন নম্বরে ফিরছেন বিরাট। প্রথম উইকেট-কিপার ঋষভ, দ্বিতীয় উইকেট-কিপার সঞ্জু স্যামসন। ২ জুন থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ জনের ভারতীয় দল থেকে উল্লেখযোগ্য বাদ লোকেশ রাহুল। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বিশ্বকাপের স্কোয়াডে জোর আলোচনা ছিল উইকেট কিপারের জায়গা নিয়ে। দৌড়ে ছিলেন অনেকেই। ২০২২ সালের ডিসেম্বরে গুরুতর দুর্ঘটনার পর আইপিএল দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে ঋষভ পন্থের। আইপিএলে ভরসা দিচ্ছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক। তেমনই দৌড়ে ছিলেন ঈশান কিষাণ ও জীতেশ শর্মাও। তবে সকলকে ছাপিয়ে আইপিএলে বিধ্বংসী পারফর্ম করা সঞ্জু স্যামসনকে দ্বিতীয় কিপার হিসেবে রাখা হল। প্রথম পছন্দ নিঃসন্দেহে ঋষভ পন্থ।
পুরো টিম: রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (কিপার), সঞ্জু স্যামসন (কিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
রিজার্ভ: শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান।