দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোটের আগে একই মঞ্চে হাজির তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং বিজেপি প্রার্থী তাপস রায়৷ দু জনে এই সাক্ষাৎকে অরাজনৈতিক বললেও কুণাল এবং তাপস প্রকাশ্যেই পরস্পরের ভূয়সী প্রশংসা করেছেন৷ এমনকি, জনপ্রতিনিধি হিসেবে তাপসকে তিনি এক ইঞ্চি পিছিয়ে রাখতে পারবেন না বলে মন্তব্য করেও তৃণমূলের বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন কুণাল৷কুণাল ঘোষ বুধবার গিয়েছিলেন আমহার্স্ট স্ট্রিটের এক রক্তদান শিবিরে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়ও। বিজেপির প্রার্থীকে পাশে বসিয়েই কুণাল বললেন, “তাপসদা খুব প্রিয়পাত্র। তাঁর দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য খোলা থাকে। রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর হল, যখন তখন দলের কর্মীরা তাঁকে পান।”প্রকাশ্যে প্রাক্তন তৃণমূল সাংসদের ঘোষণা, “ভোটের প্রার্থী হিসাবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও এক ইঞ্চি পিছনে রাখতে পারব না। আমি এখানে কোনও দলের হয়ে মন্তব্য করব না। আমাদের দলের প্রার্থীও লড়ছেন। তবে জনপ্রতিনিধি হিসাবে, মানুষ হিসাবে আমি তাপসদাকে একটুও পিছিয়ে রাখতে পারব না। দুর্ভাগ্যবশত আমরা বিপরীত দিকে। আমরা আমাদের প্রার্থীর জন্য কাজ করব। তাপসদার সহকর্মীরা তাঁর জন্য কাজ করবেন। বাকিটা মানুষের উপর।”প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে কলকাতা উত্তরের সাংসদ এবং তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একযোগে সরব হয়েছিলেন কুণাল ঘোষ এবং তাপস রায়৷ এরপর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন তাপস৷ কলকাতা উত্তর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থীও করে বিজেপি৷ দলবদলের পরও তাপস এবং কুণালের সম্পর্কে চিড় ধরেনি, এ দিনের ঘটনা তারই প্রমাণ৷ বরং এ দিনও তাপসের হয়ে সওয়াল করতে গিয়ে নাম না করেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন কুণাল ঘোষ৷