Breaking News

কাঞ্চন মল্লিককে সঙ্গে নিয়েই কেশপুরে ভোট প্রচারে দেব!দেখতে ভিড় মহিলাদের

প্রসেনজিৎ ধর :-শ্রীরামপুরে ভোটের প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে? বারণ করেছিলেন তাঁর প্রচারে আসতে। এবার সেই কাঞ্চনকে নিয়েই প্রচারে তৃণমূলের অপর প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ছবিও। কদিন আগে শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে বেরিয়েছিলেন বিধায়ক কাঞ্চন মল্লিক। সেখানে মাঝরাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় তৃণমূলের অভিনেতা-বিধায়ক কাঞ্চনকে। তাঁকে দেখে মহিলারা ‘ভীষণ রিয়্যাক্ট’ করছেন, এই জন্যই নাকি বিধায়ককে নেমে যেতে বলেন কল্যাণ। বিনা বাক্যব্যয়ে নির্দেশ পালন করেন কাঞ্চনও।এই ঘটনার পরই কাঞ্চনকে নিজের লোকসভা কেন্দ্র ঘাটালে আমন্ত্রণ জানান দেব। প্রায় পাঁচ দিনের মাথায় দেবের ডাক পেয়ে ঘাটালের দু’বারের সাংসদ দেবের হয়ে প্রচারে যান কাঞ্চন। উপস্থিত জনতার উদ্দেশে উত্তরপাড়ার বিধায়ক বলেন, ‘কেশপুরে এসে আমার ভালোই লাগছে। আমি মাত্র একবার বিধায়ক হয়েছি। আর দেব, তিন বার লোকসভায় জিতেছে। দেব ভালো ছেলে। কাজের মানুষ। আপনারা ওকে ঘাসের উপরে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়ী করুন।’ফিরে এসে অভিনেতা বললেন, ‘‘দেব আমাকে নিজে ডেকে নিয়েছিল প্রচারের জন্য। মানুষের যেন ঢল নেমেছিল! পুরুষ-নারী নির্বিশেষে সকলে এসেছিলেন। তাঁদের ভালবাসা পেলাম। তাঁদের আবেগ, উচ্ছ্বাস চাক্ষুষ করতে পেরে আমি আপ্লুত।’’কাঞ্চনের কথায়, ‘‘আসলে কল্যাণদা তাঁর মতো। সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার, যা তিনি করেছেন। অন্য দিকে দেবের বদান্যতা রয়েছে, নিজে থেকে এগিয়ে এসেছে। দেবের প্রতি আমি কৃতজ্ঞ এবং ওঁর হয়ে প্রচার করতে পেরে আমি খুশি।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *