নিজস্ব সংবাদদাতা :- মুর্শিদাবাদের খড়গ্রামের দিয়ারা মল্লিকপুর গ্রামে চলল গুলি। আতঙ্কে এলাকার বাসিন্দারা। বুধবার ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও ওই গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্যা জিতা খাতুন ও তাঁর অনুগামীদের মধ্যে বচসা শুরু হয় । উত্তেজনা এতটাই বেড়ে যায় যে হাতাহাতির জড়িয়ে পড়ে দুক্ষই। এরই মাঝে এক যুবক পিস্তল বের করে পর পর দু রাউণ্ড গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি ইস্যুকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা আগেই ছিল। বুধবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তাতে লাগে রাজনৈতিক রং। কারণ দুপক্ষের মধ্যে একটি পক্ষ কংগ্রেস সমর্থক, অপরপক্ষ তৃণমূলের। দুপক্ষের মধ্যে হাতাহাতি হতে থাকে। দেখা যাচ্ছে, রীতিমতো বাড়ির ভিতর থেকে এক ব্যক্তিকে টেনে হিঁচড়ে বাইরে বার করে এনে মারধর করা হচ্ছে। চলতে থাকে এলোপাথাড়ি কিল চড় ঘুষি। এক মহিলা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। তার ওপরেও চার জন চড়াও হন। তার মধ্যেই গুলি চালনার ঘটনা ঘটে।ভোটের আগে বারবার তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদ। বোমাবাজি, গুলি চালনার ঘটনা ঘটে। নির্বাচন কমিশনের চোখেও মুর্শিদাবাদ অত্যন্ত স্পর্শকাতর এলাকা। বেশি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। এই মুহূর্তে মুর্শিদাবাদে রয়েছে ৩০ কোম্পানি বাহিনী। তার মধ্যেই এই ধরনের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।
Hindustan TV Bangla Bengali News Portal