দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহিলার পচাগলা দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কে ওই মহিলা, কীভাবে মৃত্যু, তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমকিভাবে অনুমান, খুন করা হয়েছে মহিলাকে। কিন্ত নেপথ্যে কে বা কারা? তা জানতে শুরু তদন্ত। মৃত মহিলার বয়স আনুমানিক ৪৫ বছর। আজ সকাল ৭ টা বেজে ১৫ মিনিট নাগাদ দেহটি নজরে আসে প্রাতঃভ্রমণকারীদের। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে পুলিশ। সংলগ্ন রাস্তায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।জানা গিয়েছে, প্রতিদিনের মতো ওই জায়গায় মর্নিং ওয়াক করছিলেন অনেকে। সেই সময়ই তাঁদের চোখে পড়ে অজ্ঞাত পরিচয় ওই মহিলার দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ময়দান থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই লালবাজারের গোয়েন্দা বিভাগ শাখা ও ময়দান থানা ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে পার্কস্ট্রীট থেকে ব্রিগেড গামী রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ।পুলিশ সূত্রে খবর, যে মৃতদেহটি উদ্ধার হয়েছে তাতে একাধিক পোড়া দাগ রয়েছে। সেই দাগগুলি অনেকদিনের পুরনো বলেও মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কেউ বা কারা মধ্যরাতে, মৃতদেহটি বিগ্রেড প্যআরেড গ্রাউন্ডে ফেলে দিয়ে গিয়েছে বলেই প্রাথমিত তদন্তে অনুমাব পুলিশের। যে দেহটি ফেলে দিয়ে যাওয়া হয়েছে, সেটি এক থেকে দু’দিন আগের বলে মনে করছেন তদন্তকারীরা। ঘটনার জেরে গোটা এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।