ইন্দ্রজিত মল্লিক:- কুণাল ঘোষকে আগেই সরানো হয়েছিল মুখপাত্র পদ থেকে। এবার সরানো হলো সাধারণ সম্পাদক পদ থেকেও। বুধবার কলকাতার কুণাল ৩৮ নম্বর ওয়ার্ডের একটি রক্তদান শিবিরে বিজপি প্রার্থী তাপস রায় ও তমোঘ্ন ঘোষের সাথে মঞ্চে উপস্থিত ছিলেন। সেই সময় কিছু মন্তব্য করেন যা দলবিরোধী বলে দাবি তৃণমূলের। তার জেরেই তৃণমূলকে কড়া পদক্ষেপ নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। তৃণমূলের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, কুণাল যা বলেছেন তা দলবিরোধী। তৃণমূল এটাও বলেছে যে, কুণালের বক্তব্য তাঁর নিজস্ব। অর্থাৎ কুণালের কথা দলের কথা নয়। তাঁর কথা যদি সংবাদ মাধ্যমে দলীয় মন্তব্য হিসেবে দেখানো হয় তাহলে আইনি পদক্ষেপও নেওয়া হবে জানিয়েছে তৃণমূল।
১ মে কলকাতার ৩৮ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সাথে উপস্থিত ছিলেন। কিন্তু তৃণমূল প্রার্থীর প্রচারে উপস্থিত ছিলেন না। বিজেপির প্রার্থীর সাথে উপস্থিত থেকে কুণাল বলেন, “তাপসদাকে শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারে রাখতে। তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তিনি আমাদের জন্য, কর্মীদের জন্য সব সময় খোলা রাখেন।” যদিও বিজেপির তৃণমূলের অন্য নেতার ‘সৌজন্যের কপিরাইট’ চাওয়া তৃণমূলের নেতা নিজেই ‘সৌজন্য’ দেখতে গিয়েই সব পদ খুইয়ে বসলেন।