Breaking News

মাধ্যমিকে বাড়ল পাশের হার! প্রথম দশে ৫৭ জন, কোন জেলা থেকে কোন স্কুলের কে পেল স্থান? রইল তালিকা

দেবরীনা মণ্ডল সাহা :- প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল । ২০২৪ সালের মেধা তালিকা অনুযায়ী ৫৭ জন পরীক্ষার্থী স্থান পেয়েছে প্রথম দশে।পাশ করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ পড়ুয়া। প্রথম
জেলার নিরিখে দক্ষিণ ২৪ পরগণা থেকে ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, নদিয়ার ২ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতা থেকে ১ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগণার ২ জন, উত্তর দিনাজপুরের ১ জন রয়েছে মেধা তালিকায়।

*এক নজরে দেখে নিন মাধ্যমিকে প্রথম দশ স্থানাধিকারীর নাম :-*

*প্রথম*- প্রাপ্ত নম্বর-৬৯৩ (৯৯%)
চন্দ্রচূড় সেন,রামভোলা হাই স্কুল (কোচবিহার)

*দ্বিতীয়-* প্রাপ্ত নম্বর-৬৯২ (৯৮.৯৬%)
সাম্যপ্রিয় গুরু,পুরুলিয়া জেলা স্কুল (পুরুলিয়া)

*তৃতীয়*- প্রাপ্ত নম্বর-৬৯১ (৯৮.৭১%)
১. উদয়ন প্রসাদ,বালুরঘাট হাই স্কুল (দক্ষিণ দিনাজপুর)
২. নৈঋতরঞ্জন পাল,নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয় (দক্ষিণ ২৪ পরগনা)
৩. পুষ্পিতা বাঁশুরি,নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুল (বীরভূম)

*চতুর্থ-* প্রাপ্ত নম্বর- ৬৯০( ৯৮. ৫৭ শতাংশ)

তপোজ্যোতি মণ্ডল,রামকৃষ্ণ মিশন মাল্টিপারপস স্কুল (কামারপুকুর)

*পঞ্চম-* প্রাপ্ত নম্বর- ৬৮৯ (৯৮.৪৩%)
অর্ঘ্যদীপ বসাক,পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল (পূর্ব বর্ধমান)

*ষষ্ঠ*-প্রাপ্ত নম্বর- ৬৮৮ (৯৮.২৯%)
১. কৃশানু সাহা,বালুরঘাট হাই স্কুল (দক্ষিণ দিনাজপুর)
২. মহম্মদ শাহাবুদ্দিন আলি,মোজামপুর হাই স্কুল (মালদহ)
৩. কৌস্তভ সাহু-মেদিনীপুর কলেজিয়েট স্কুল (পশ্চিম মেদিনীপুর)
৪. অলিভ গায়েন,নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা)

*সপ্তম*- প্রাপ্ত নম্বর- ৬৮৭ (৯৮.১৭%)
১. আবৃত্তি ঘটক,বালুরঘাট গার্লস হাই স্কুল
২. অর্পিতা ঘোষ,বালুরঘাট গার্লস হাই স্কুল
৩. সাত্বত দে,বালুরঘাট হাই স্কুল
৪. আরত্রিক সৌ,সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির (বীরভূম)
৫. সুপমকুমার রায়, জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)
৬. কৌস্তভ মাল,বিবেকানন্দ আশ্রম শিক্ষায়তন
৭. আলেখ্য মাইতি,নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা)

*অষ্টম*- প্রাপ্ত নম্বর- ৬৮৬(৯৮%)
১. ইন্দ্রাণী চক্রবর্তী,বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল (পূর্ব বর্ধমান)
২. দেবজ্যোতি ভট্টাচার্য,বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল (পূর্ব বর্ধমান)
৩.তনুকা পাল,মেদিনীপুর মিশন গার্লস স্কুল (পশ্চিম মেদিনীপুর)
৪. হৃদি মল্লিক,কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল (নদিয়া)

*নবম*-প্রাপ্ত নম্বর- ৬৮৫ (৯৭.৮৬%)
১. সায়ক শাসমল,রামকৃষ্ণ শিক্ষামন্দির হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)
২. সাগর জানা,রামকৃষ্ণ শিক্ষামন্দির হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)
৩. সাগ্নিক ঘটক,বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন
৪.জিষ্ণু দাস,চাকদহ রামলাল অ্যাকাডেমি (নদিয়া)
৫. ঋতব্রত নাথ,নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা)
৬.ঋত্বিক দত্ত,নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা)
৭. সায়নদীপ মান্না,সারদা বিদ্যাপীঠ হাই স্কুল
৮. অরণ্যদেব বর্মন,শ্যামপুর হাই স্কুল

*দশম*-প্রাপ্ত নম্বর-৬৮৪ (৯৭.৭১%)
১. ভূমি সরকার,রায়গঞ্জ গার্লস হাই স্কুল (উত্তর দিনাজপুর)
২. বিশাল মণ্ডল,মোজামপুর হাই স্কুল (মালদহ)
৩. সৌভিক দত্ত,বাঁকুড়া জেলা স্কুল (বাঁকুড়া)
৪. অনীশ কোনার,কাশিরামদাস ইনস্টিটিউট(পূর্ব বর্ধমান)
৫. অর্ণব বিশ্বাস নসরতপুর হাই স্কুল (পূর্ব বর্ধমান)
৬. সম্পূর্ণা নাথ,বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল (পূর্ব বর্ধমান)
৭. নীলাঙ্কন মণ্ডল,ইএলআইটি কো-এডুকেশন স্কুল (হুগলি)
৮. সৌমিক খান,তালডাংরা ফুলমতি হাই স্কুল (বাঁকুড়া)
৯. সৌমদীপ মণ্ডল,রায়পুর হাই স্কুল(পশ্চিম মেদিনীপুর)
১০. অগ্নিভ পাত্র,শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যাভবন (মেদিনীপুর)
১১. সম্পাদ পারিয়া,কাঁথি মডেল ইনস্টিটিউশন (পূর্ব মেদিনীপুর)
১২.ঋতম দাস,কাঁথি মডেল ইনস্টিটিউশন (পূর্ব মেদিনীপুর)
১৩. শুভ্রকান্তি জানা,নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা)
১৪. ইশান বিশ্বাস, সারদা বিদ্যাপীঠ হাই স্কুল

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *