দেবরীনা মণ্ডল সাহা :-সন্দেশখালি কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল সিবিআই। বৃহস্পতিবার মুখবন্ধ খামে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। এদিন রিপোর্ট দেখে সিবিআই তদন্তে সন্তোষপ্রকাশ করে আদালত। সঙ্গে প্রধান বিচারপতি রাজ্যকে বলেন, সিবিআইকে সব রকমভাবে সাহায্য করতে হবে রাজ্যকে।সিবিআইয়ের অভিযোগ, জমির রেকর্ড সংক্রান্ত বিষয়ে রাজ্য সহযোগিতা করছে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, জমি কেড়ে নেওয়া সংক্রান্ত প্রায় ৯০০টি অভিযোগ ছিল। রাজ্য প্রয়োজনীয় সহযোগিতা না করলে তদন্তে বিলম্ব হবে। হাইকোর্টের বক্তব্য, সুপ্রিম কোর্ট যেহেতু সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেয়নি, তাই এই মামলায় রাজ্যকে সবরকম সহযোগিতা করতেই হবে।এদিন সন্দেশখালির বাসিন্দাদের হয়ে সওয়াল করে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, সন্দেশখালিকাণ্ডে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরে সিবিআইয়ের কাছে মানুষ জমি সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু যৌন হেনস্থা সংক্রান্ত অভিযোগ সিবিআইয়ের কাছে দায়ের করতে ভয় পাচ্ছেন মহিলারা। কারণ সিবিআইয়েপ কাছে যেন যৌন হেনস্থা সংক্রান্ত অভিযোগ না করা হয় সেজন্য মহিলাদের ধমকানো হচ্ছে। তিনি দাবি করেন, এই মামলায় জাতীয় মানবাধিকার কমিশনকে সংযুক্ত করা হোক। তারাই এব্যাপারে আদালতকে নিরপেক্ষভাবে পরিস্থিতির ব্যাখ্যা করতে পারবে।এদিন আদালত সিবিআইকে বলে, সন্দেশখালিকাণ্ডে নিজেদের যাবতীয় কৌশল যেন প্রয়োগ করেন তদন্তকারীরা। সাক্ষীদের কাছ থেকে সমস্ত সত্য বার করে আনতে হবে। সেজন্য সিবিআইকে দরকারে আরও মহিলা আধিকারিক নিয়োগ করতে হবে। আদালত জানিয়েছে, ১৩ জুন ফের এই মামলার শুনানি হবে। সেদিন সিবিআইকে পরবর্তী রিপোর্ট দিতে হবে।