নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-কলকাতায় কুপিয়ে খুন যুবককে, জানা গিয়েছে, মৃত যুবকের নাম ইমামউদ্দিন। তিনি কংগ্রেস কর্মী হিসাবে পরিচিত ছিলেন। বৃহস্পতিবার ভোরে ছয়-সাতজন দুষ্কৃতী মিলে তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ | ভোরে নমাজের পড়ে ফেরার পথে তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। মৃতের পরিবারের অভিযোগ মহম্মদ আশরফ ওরফে চুন্নুই চালিয়েছে এই হামলা। অতীতেও ইমামুদ্দিনকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাঁর পরিবারের। চুন্নুর সঙ্গে সম্প্রতি বিবাদেও জড়িয়েছিলেন ইমামুদ্দিন। ঘটনা নিয়ে ক্ষুদ্ধ কংগ্রেস ইতিমধ্যেই নালিশ জানিয়েছে নির্বাচন কমিশনে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইমামুদ্দিনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল চুন্নুর। গত ১৩ এপ্রিল এ নিয়ে তাঁদের মধ্য হাতাহাতিও হয়েছিল। ইমামুদ্দিনের সঙ্গী ফকরুদ্দিনকে পুলিশ গ্রেফতারও করে। তার পর ইমামুদ্দিন নিখোঁজ ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দিন দুয়েক আগেই ইমামুদ্দিন বাড়ি ফিরেছিল। তার পরই এই ঘটনা।
যদিও মৃতের পরিবারের লোকের অভিযোগ, চুন্নু অতীতেও হুমকি দিত ইমানুদ্দিনকে। বেআইনি পার্কিংয়ের প্রতিবাদ করায় সম্প্রতি ইমামুদ্দিনকে মারধর করে বলে অভিযোগ। ১৩ এপ্রিলের ঝামেলার পর সে জন্য বাড়ির বাইরে ছিলেন ইমানুদ্দিন। দুদিন আগে তিনি বাড়ি ফেরেন। তার পর বৃহস্পতিবার সকালে নমাজ পড়তে গিয়েছিলেন। মসজিদ থেকে ফেরার পথেই তাঁর উপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের কোপ মারা হয়। ৬-৭ তাঁর উপর হামলা চালিয়েছিল বলে জানা গিয়েছে। এরপর ইমামুদ্দিনকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ইমামুদ্দিনকে চুন্নুর দলবলই খুন করেছে বলে অভিযোগ তাঁর পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।