প্রসেনজিৎ ধর :-মনোনয়ন জমা দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব| বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার আগে ক্তদান শিবিরে রক্তদান করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। শুধু তাই নয় প্রতিশ্রুতি দিলেন এবারে যত ভোট পাবেন, ততগুলো গাছ লাগাবেন ঘাটাল কেন্দ্রে।
আর পাঁচটা রাজনৈতিক নেতাদের থেকে দেব একবারেই আলাদা। ঘাটালের দুবারের এই সাংসদকে কোনও দিন বিরোধীদলের নেতাদের ব্যাক্তি আক্রমণ করতে শোনা যায়নি। এদিন দেবকে দেখা গেল অন্য ভঙ্গিতে। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়ে যাওয়ার আগে ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান করে দেব বললেন, ‘‘মন্দির-মসজিদে আমি পরেও যেতে পারব। কিন্তু এই বিশেষ দিনে আমি চেয়েছিলাম সচেতনতার বার্তা দিতে।’’ তাঁর কথায়, ‘‘আমি ঘাটাল মহকুমা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান। আমি জেনেছি, এই প্রবল গরমে ব্লাড ব্যাঙ্কে রক্তের সঙ্কট তৈরি হয়েছে। তাই এই বিশেষ দিনে আমি রক্তদান করলাম।’’ কেন এমন দিনেই কেন রক্তদান? দেবের কথায়, ‘‘আজ আমার মনোনয়ন। আজ একটা বিশেষ দিন। অনেকেই আজ দেখতে চাইবেন, দেব কী করলেন। কী পরলেন। তাঁদের উদ্দেশে বার্তা দিতেই রক্তদান করলাম।’’ দেব আরও জানান, প্রতি বছরই গ্রীষ্মকালে রক্তের অভাবে থ্যালাসেমিয়া রোগীরা সমস্যায় পড়েন। সেই অভাবও তিনি পূর্ণ করতে চান জনপ্রতিনিধি হিসেবে।
Hindustan TV Bangla Bengali News Portal