প্রসেনজিৎ ধর:- একুশের নির্বাচন কে পাখির চোখ করে এগোচ্ছে রাজ্যের শাসক দল থেকে বিরোধী দল।আজ কলকাতার বুকে দুই হেবী ওয়েট নেতার রোড শো। যুবদিবস উপলক্ষে শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন।শুভেন্দু অধিকারী শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মিছিল করবেন। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর আজ প্রথম কলকাতার কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কাঁথির বিধায়ক।বিজেপির কর্মসূচি দেখে চুপ করে বসে নেই তৃণমূল। দুপুরে গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল।
ভারতীয় মঞ্চে দাঁড়িয়ে উদত্ত কণ্ঠে বলেছিলেন সাম্প্রদায়িকতা,পৃথিবীকে হিংসায় পরিপূর্ণ করেছে, মাঝে মাঝেই পৃথিবীকে মানুষের রক্তে ভিজিয়ে দিয়েছে, সভ্যতা ধ্বংস করেছে ১৮৯৩ সালে ওই দিনে । আমেরিকায় দাঁড়িয়ে এক ভারত সন্তানের ওই কথাগুলো সেদিন গোটা বিশ্বের মন জয় করে।কয়েকমাস পরেই ভোট হাড্ডাহাড্ডি লড়াই চলছে শাসক থেকে বিরোধী।মেলা খেলা উৎসব কিছু পেলেই মাঠে নেমে পড়ছে সব রাজনৈতিক দল।তাই স্বামীজিকে সামনে রেখেই তৃণমূল ও বিজেপি নিজেদের শক্তি পদর্শন করতে ব্যাস্ত হয়ে পড়েছে।উত্তরে শুভেন্দু তো দক্ষিণে অভিষেক।আজ স্বামীজির জন্মদিবস উপলক্ষ্যে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিধান সরণি হয়ে স্বামীজীর জন্মস্থান সিমলা স্ট্রিট পর্যন্ত মিছিল করবে রাজ্যে বিজেপি। রাজ্য বিজেপির এই মিছিলে থাকবেন একাধিক হেবী ওয়েট নেতা।মুকুল রায়,কৈলাশ বিজয়বর্গী থেকে দিলীপ ঘোষ সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়।এদিকে বিজেপির কর্মসূচির পাশাপাশি যুব তৃণমূলের তরফে যুব দিবস উপলক্ষ্যে গোলপার্ক থেকে শুরু করে গড়িয়াহাট, ট্র্যাঙ্গুলার পার্ক, রাসবিহারী হয়ে মিছিল শেষ হবে হাজরা মোড়। এই মিছিলে উপস্থিত থাকবেন বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতেও যাবেন অভিষেক।রাজনৈতিক মহলের ধারণা বিধানসভা ভোট যত এগিয়ে আসবে শাসক থেকে বিরোধী সবাই যেকোনো ছোটো ইস্যু কেই হাতিয়ার করে মাঠে নেমে পড়বেন।