দেবরীনা মণ্ডল সাহা:-ফের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দক্ষিণ বর্ধমান সাই কমপ্লেক্স মাঠে করলেন সভা। আওয়াজ তুললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, অসীম সরকারের হয়ে। এদিনই আবার তাঁর সভা করার কথা রয়েছে নদিয়া, বীরভূমেও। এদিকে বাংলায় পা রেখেই ফুঁসে উঠলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে। চাকরিহারাদের মধ্যে যোগ্য চাকরিহারাদের পাশে থাকারও প্রতিশ্রুতি দিলেন।এদিনও দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি পরিবারতন্ত্র তুলে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মোদি৷ পাশাপাশি, নির্দোষ, যোগ্য চাকরিপ্রার্থীদের সমর্থনেও কথা বলেন৷ পূর্ব বর্ধমানের সভামঞ্চে দাঁড়িয়ে মোদির আশ্বাস, ‘‘শিক্ষক দুর্নীতিতে অনেক নির্দোষও আছেন। তার মধ্যে যাঁরা চাকরির যোগ্য। আমরা নেক-ইমানদার লোকদের কীভাবে সাহায্য করতে পারি তার জন্য একটি লিগাল সেল এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম তৈরি করব।’’মোদির কথায়, ‘‘বিজেপি ইমানদারদের সঙ্গে দাঁড়িয়ে থাকবে। ইমানদার শিক্ষকদের চাকরি যাতে পায়, তার জন্য লড়াই করবে বিজেপি। যাঁরা ইমানদার তাঁদের ন্যায় দিতে রাজ্য বিজেপি লড়বে। এটা মোদির গ্যারান্টি৷’’ তৃণমূল, বাম এবং কংগ্রেসের ইন্ডিয়া জোটকে এক যোগে আক্রমণ করে তিনি বলেন, ‘‘আমাদের দেশের সংবিধানে বলা আছে ধর্মের নামে সংকক্ষণ করা হবে না। কিন্তু কংগ্রেস দেশে ধর্মের নামে সংরক্ষণ দেওয়ার চক্রান্ত করছে। এসসি এসটি, ওবিসিদের সংরক্ষণ ছিনিয়ে নিয়ে জেহাদি ভোট যেখান থেকে আসে, সেখানে দিতে চাইছে৷’’কার্যত হুঙ্কারের সুরে মোদী বলেন, তৃণমূলের তোলাবাজি চলতে দেব না। এটা মোদীর গ্যারান্টি। সমস্ত লুঠ, সমস্ত দুর্নীতির তদন্ত হবেই।” এরপরই দিলীপ-অসীমদের সমর্থনে বলেন, “বাংলার বিকাশের জন্য সব বুথে বিজেপিকে জেতাতে হবে। অসীম সরকার, দিলীপ ঘোষকে জেতাতে হবে। ওনারা যে ভোট পাবেন তাতে মোদীর শক্তি বাড়বে। প্রতিটা ভোট মোদীর খাতায় যাবে।”