Breaking News

প্রতীক জৈনকেই দেওয়া হোক দলের সাংগঠনিক পদ, এবার আইপ্যাক কর্তাকে ‘কটাক্ষ’ কুণাল ঘোষের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃণমূলের মুখপাত্র, রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণের পর দলের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। বৃহস্পতিবার পঞ্চম দফা ভোটের জন্য তৃণমূলের তারকা প্রচারকের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নাম নেই কুণালের। যদিও দুদিনে একের পর এক পদ খুইয়ে বৃহস্পতিবার আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তিনি। এমনকী কেঁদেও ফেলেছিলেন। আর এবার দলের বিরুদ্ধে আরও কয়েক কদম এগিয়ে আক্রমণ শানালেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ। নিজের X হ্যান্ডেলে কুণাল ঘোষ এবার লিখলেন, ”তৃণমূলের সমর্থক হিসেবে দলকে আমার সবিনয় অনুরোধ, ‘অপদার্থ’ ও ‘দলবিরোধী’ কুণাল ঘোষের শূন্যপদে মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক। দলটা ওরা এত ভালোভাবে চালাচ্ছে যে সাংগঠনিক পদও প্রতীকের প্রাপ্য। দলের মঙ্গল হোক।”সুদীপের সঙ্গে সংঘাতের জেরে কয়েক মাস আগে দলের মুখপাত্রের পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন কুণাল৷ এবার দলের সমস্ত পদ থেকেই সরিয়ে দেওয়া হল তাঁকে।তৃণমূলের সদ্য প্রাক্তন সাধারণ সম্পাদকের কথায় আইপ্যাকের প্রতি অসন্তোষ প্রকাশ পাচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *