দেবরীনা মণ্ডল সাহা :-নির্বাচনী প্রচারে শুক্রবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তার আগে বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল| অল্পের জন্য প্রাণে বাঁচেন অতুল বাগদি নামে ওই বিজেপি নেতা| গতকাল রাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের বেনাচিতি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোডের কাছে । অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে | যদিও ভিত্তিহীন বলে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব | এই ঘটনার প্রতিবাদে আর সন্ত্রাসমুক্ত ভোট করার দাবিতে শুক্রবার সকালে প্রতিবাদে নামেন বিজেপি কর্মীরা | স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতুল বাগদি বিজেপির এক নম্বর মণ্ডলের সহ সভাপতি । ঘটনার সূত্রপাত রাত দুটো বেজে কুড়ি মিনিট নাগাদ। অভিযোগ ভোলা পাসওয়ান নামে তৃণমূল কর্মী বেপরোয়াভাবে গাড়ি চালাতে শুরু করেন। গাড়ি নিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন বলে অভিযোগ। খবর পেয়ে বিজেপি নেতা অতুল বাগদি বাড়ি থেকে ছুটে আসে বেনাচিতি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোডের কাছে। অভিযোগ ঠিক তখনই ভোলা পাসওয়ান নামে তৃণমূল কর্মী ও তার দলবল অতুলকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লক্ষভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান অতুল বাগদি। ঘটনাস্থলে রাতেই দুর্গাপুর থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে । পুলিশ ভোলা পাসওয়ানের বাড়িতে গিয়েও তাঁকে দেখতে পায়নি বলে জানায় বিজেপি নেতা। সামনের একটি দোকানের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে ৷যদিও ভিত্তিহীন অভিযোগ বলে পালটা দাবি তৃণমূল নেতৃত্বের । তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,”বিজেপি প্রচারে আসার জন্য পুরো ঘটনা সাজিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে ।”
Hindustan TV Bangla Bengali News Portal