প্রসেনজিৎ ধর :-নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় | শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানির কারণে নগর দায়রা আদালতে নিয়ে আসা হয় তৃণমূল কংগ্রেসের এই বহিষ্কৃত নেতাকে। সেখানেই কুণাল ঘোষ সম্পর্কে সম্পর্কে বিস্ফোরক দাবি করেন তিনি |এদিন কুণালের বিরুদ্ধে তৃণমূলের পদক্ষেপ নিয়ে পার্থকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি যখন বাইরে ছিলাম তখনই বলেছিলাম, ’বিরোধী দলের থেকে কুণাল ঘোষ আমাদের দলের বেশি ক্ষতি করছে’ | বুধবার কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করে তৃণমূল। বৃহস্পতিবার তাঁকে তারকা প্রচারকের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। কুণালের সঙ্গে পার্থর বিবাদ নতুন নয়। সারদাকাণ্ডে কুণালের গ্রেফতারির পর বিস্ফোরক সব মন্তব্য করেছিলেন পার্থ। কুণালের দাবি ছিল তাঁর গ্রেফতারির নেপথ্যে পার্থ চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্র রয়েছে। আবার নিয়োগ দুর্নীতিতে ২০২২ সালের ২৩ জুলাই পার্থর গ্রেফতারির পর তাকে তীব্র আক্রমণ করেছিলেন কুণাল। যার জেরে দলের ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছিল।পার্থর এহেন সমালোচনা শুনে কুণাল বলেন, “বাহ এতো ক্যারেকটার সার্টিফিকেট দিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। একটা লোক যে স্কুলের চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তুলেছে, চরম অপরাধ করেছে, সে যদি আমার সম্পর্কে কটূ কথা বলে তাহলে তো বুঝতে হবে আমি ঠিক পথে আছি। নিষ্ঠার সঙ্গে তৃণমূল করছি। সৎ পথে রয়েছি। এতো শংসাপত্র”।