দেবরীনা মণ্ডল সাহা :- মুর্শিদাবাদে যাওয়ার পথে দেবের হেলিকপ্টারে ধোঁয়া দেখা গেল। তার জেরে উড়ানের পরই জরুরি ভিত্তিতে হেলিকপ্টারটিকে মালদায় অবতরণ করানো হয় হেলিকপ্টারকে ‘সুস্থ’ করে তুলতে কতক্ষণ লাগবে, তা স্পষ্ট না হওয়ায় সড়কপথে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন। তারইমধ্যে ভক্তদের আশ্বস্ত করে দেব জানিয়েছেন, তিনি পুরোপুরি সুস্থ আছেন। আগে থেকেই কর্মসূচি থাকায় মুর্শিদাবাদে যাচ্ছেন। সম্ভবত সেখানেই দেব রাত্রিবাস করবেন বলে সূত্রের খবর।তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রচারে এদিন মালদহ উত্তর কেন্দ্রে গিয়েছিলেন দেব৷ মালদহের রতুয়ায় তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো করেন দেব৷ এর পরই মালদহ থেকে হেলিকপ্টারে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন দেব৷ তখনই ঘটে বিপত্তি৷দেব জানিয়েছেন, মালদহ ছেড়ে আকাশে ওড়ার পর হেলিকপ্টারটি স্বাভাবিকভাবেই আকাশ উড়েছিল৷ কিন্তু, দশ থেকে পনেরো মিনিট ওড়ার পরই হেলকপ্টারটি ধোঁয়ায় ভরতে থাকে৷ আসতে আসতে গোটা হেলিকপ্টারই ধোঁয়ায় ভরে যায়৷ পরিস্থিতি দেখে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট৷ শেষ পর্যন্ত বড় কোনও বিপদ ঘটার আগেই হেলিকপ্টারটি মালদহ বিমানবন্দরে জরুরি অবতরণ করে৷ গোটা ঘটনায় স্বভাবতই আতঙ্কিত দেব৷ ঘটনার বর্ণনা দিতে গিয়ে দেব নিদেই বলেন, ‘মৃ্ত্যু মুখ থেকে ফিরে এলাম৷’সেইসঙ্গে তিনি বলেন, ‘পাইলটরা নিজেদের সেরাটা উজাড় করে দেন। সেরা পাইলটরা ছিলেন। সবাই এখন ভালো আছেন। সুস্থ আছেন। বাবা-মা’র আশীর্বাদ, বাংলার মানুষের আশীর্বাদে (বড় বিপদ থেকে রক্ষা পেয়ে গিয়েছি)। (পরবর্তী কর্মসূচিতে যোগ দিতে) গাড়িতে করে যাচ্ছি। যেটা ৩০ মিনিট লাগত, সেটা চার ঘণ্টা লাগবে। কিন্তু দল কথা দিয়েছে। আমায় রাখতেই হবে।’