দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজারহাটে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে ওই গুদামের একবারে ওপরের তলায় আগুন লাগার ঘটনা ঘটে। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে | পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্থানের সূত্রের খবর, রাজারহাটের ওই কাপড়ের গুদামটি দীর্ঘদিন ধরেই রয়েছে। ৫ তলা ওই গুদামের একেবারে উপরের তলায় আগুন লাগে। ওই বহুতলেই রয়েছে একটি গেঞ্জি কারখানা। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। গোটা বহুতলে অনেক দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করেন স্থানীয়রা। তবে তার আগেই দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় সাড়ে ৯ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। অন্য তলগুলিতে আগুন ছড়ায়নি বলেই জানা গিয়েছে।প্রাথমিকভাবে জানা গিয়েছে, গুদামের ভিতরে সেই সময় কেউ ছিল না। তবে কী কারণে আগুন লাগে তা এখনও পরিষ্কার নয় দমকলের কাছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের ফলে আগুন লেগে থাকতে পারে। যদিও আগুন লাগার কারণ লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে দমকল।
Hindustan TV Bangla Bengali News Portal